Home আকাশ পথ হ্যানয়ে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলো ৩৮৬ যাত্রী

হ্যানয়ে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলো ৩৮৬ যাত্রী

এভিয়েশন ডেস্ক: ২৭ জুন দুপুরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক বিমান সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভিয়েতনাম এয়ারলাইন্সের দুটি বিমান—একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং অন্যটি এয়ারবাস এ৩২১—ট্যাক্সিওয়ের মোড়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিমানে থাকা মোট ৩৮৬ যাত্রীর কেউ হতাহত না হলেও দুর্ঘটনায় বিমান দুটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে বোয়িং ৭৮৭ বিমানটি হো চি মিনহ শহরের উদ্দেশে ট্যাক্সি করছিল। সেই সময় একটি স্থির অবস্থানে থাকা এয়ারবাস এ৩২১ বিমানের পেছনের অংশে ডানদিকের উইং দিয়ে ধাক্কা লাগে। এতে এয়ারবাস বিমানের টেইল ফিন (পিছনের উল্লম্ব পাখা) ছিঁড়ে পড়ে এবং বোয়িং বিমানের উইংয়ের আগা ক্ষতিগ্রস্ত হয়।

দুটি বিমানে যথাক্রমে ২৫৯ ও ১২৭ জন যাত্রী ছিলেন। ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, দ্রুত সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং কোনো যাত্রী বা ক্রু আহত হননি। বিকল্প ফ্লাইটের মাধ্যমে তাদের গন্তব্যে পাঠানো হয়।

ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ট্যাক্সিওয়ে পরিষ্কার করে এবং বিমান দুটি টার্মিনালে ফিরিয়ে আনে। ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAV) ঘটনাটিকে ‘লেভেল বি’—অর্থাৎ মাঝারি মাত্রার গুরুতর ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এয়ারবাস বিমানটি নির্ধারিত হোল্ডিং পয়েন্টে থামেনি, যার ফলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

ভিয়েতনাম এয়ারলাইন্স ইতোমধ্যে দুই বিমানের চারজন পাইলটকে সাময়িক বরখাস্ত করেছে এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। একইসঙ্গে বিমান দুটির ফ্লাইট রেকর্ডার বা ‘ব্ল্যাক বক্স’ পরীক্ষা করে ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করা হবে বলে জানানো হয়েছে।

CAAV ও নর্দার্ন এয়ারপোর্ট অথরিটি যৌথভাবে তদন্ত পরিচালনা করছে। তারা জানিয়েছে, নিরাপত্তা প্রটোকল, গ্রাউন্ড স্টাফদের সমন্বয় এবং ট্যাক্সি নির্দেশনার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হবে।

বিশ্লেষকরা বলছেন, একই কোম্পানির দুই বিমানের মধ্যে এই ধরনের সংঘর্ষ অত্যন্ত বিরল। এটি ভিয়েতনামের বিমান নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলছে। তবে দ্রুত প্রতিক্রিয়া ও যাত্রী সুরক্ষায় কোম্পানির পদক্ষেপ প্রশংসনীয় বলেও অনেকে মনে করছ