Home Second Lead আগামী বছর সোনা ৫ হাজার ও রূপা ৬৫ ডলার ছুঁতে পারে: পূর্বাভাস...

আগামী বছর সোনা ৫ হাজার ও রূপা ৬৫ ডলার ছুঁতে পারে: পূর্বাভাস ব্যাংক অব আমেরিকার

বিজনেসটুডে২৪ ডেস্ক: বিশ্ববাজারে সোনা ও রূপার দাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অব আমেরিকা (বিওএফএ)। প্রতিষ্ঠানটির সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৫ হাজার ডলার এবং রূপার দাম ৬৫ ডলার পর্যন্ত যেতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত ‘Precious Metals Outlook’ শীর্ষক প্রতিবেদনে ব্যাংক অব আমেরিকা জানায়, আগামী বছর বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতির শিথিলতা এবং নিরাপদ বিনিয়োগের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে মূল্যবান ধাতুর বাজারে বড় উত্থান ঘটতে পারে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে সোনায় বিনিয়োগের প্রবাহ প্রায় ১৪ শতাংশ বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর দাম নতুন রেকর্ড ছুঁতে পারে। ব্যাংকটির বিশ্লেষকরা গড়ে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪০০ ডলার এবং রূপার দাম ৫৬ দশমিক ২৫ ডলার পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে বলেও ধারণা দিয়েছেন।

ব্যাংক অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, বর্তমান বিশ্বে উচ্চ ঋণ, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্থরতা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। একইসঙ্গে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেদের মুদ্রা রিজার্ভে সোনার পরিমাণ বাড়াচ্ছে, যা বাজারে চাহিদা আরও বাড়াচ্ছে।

অন্যদিকে, রূপার দাম বৃদ্ধির পেছনে রয়েছে শিল্প খাতে বাড়তি ব্যবহার ও সরবরাহ ঘাটতি। বিশেষ করে সোলার প্যানেল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক গাড়ি শিল্পে রূপার ব্যবহার দ্রুত বাড়ছে। ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, ২০২৬ সাল পর্যন্ত রূপার সরবরাহ ঘাটতি অব্যাহত থাকতে পারে, যদিও চাহিদা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, যদি বৈশ্বিক অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত পুনরুদ্ধার হয় বা সুদের হার আবার বেড়ে যায়, তাহলে মূল্যবান ধাতুর দামে সাময়িক সংশোধন দেখা দিতে পারে। তবে দীর্ঘমেয়াদে সোনা ও রূপা উভয়েরই দামের প্রবণতা ঊর্ধ্বমুখী থাকবে বলে প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা মনে করছেন।

বিশ্ববাজারে সোমবার সোনার দাম প্রতি আউন্সে প্রায় ২ হাজার ৭০০ ডলার এবং রূপা প্রায় ৩২ ডলার ছিল। সে হিসাবে ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস অনুযায়ী আগামী বছর সোনার দাম বর্তমানের তুলনায় প্রায় ৮৫ শতাংশ এবং রূপার দাম প্রায় দেড়গুণ বেড়ে যেতে পারে।

বাংলাদেশে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬ গ্রাম) সোনার দাম প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা। যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৫ হাজার ডলার ছোঁয়, তবে দেশীয় বাজারে প্রতি ভরির দাম ২ লাখ টাকার ঘরে পৌঁছাতে পারে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন।

ব্যাংক অব আমেরিকার এই পূর্বাভাস আন্তর্জাতিক স্বর্ণবাজারে বড় ধরনের আগ্রহ সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা এখনই সোনায় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন বলে জানিয়েছে রয়টার্স ও ইনভেস্টিং ডটকম।

বিশ্লেষকদের মতে, সোনা ও রূপা আগামী দুই বছর বৈশ্বিক পুঁজিবাজারে আবারও “নিরাপদ বিনিয়োগের প্রধান ভরসা” হিসেবে ফিরে আসতে পারে।