Home জাতীয় জানাজায় জনস্রোত সামলাতে ডিএমপির ট্রাফিক সতর্কতা ও বিশেষ নির্দেশনা

জানাজায় জনস্রোত সামলাতে ডিএমপির ট্রাফিক সতর্কতা ও বিশেষ নির্দেশনা

শেষ বিদায়ের প্রস্তুতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে আজ বুধবার রাজধানী ঢাকায় এক নজিরবিহীন জনসমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিশাল জমায়েত সুশৃঙ্খল রাখতে এবং জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা ও গণবিজ্ঞপ্তি জারি করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই নির্দেশনা জানাজা শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বন্ধ থাকবে যেসব গুরুত্বপূর্ণ সড়ক ও ক্রসিং

জানাজাস্থল ও এর চারপাশের এলাকা যানজটমুক্ত রাখতে বেশ কিছু রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এগুলোর মধ্যে রয়েছে:

  • ফার্মগেট পুলিশ বক্স ও ইন্দিরা রোড ক্রসিং।
  • বিজয় সরণি এবং উরোজাহাজ ক্রসিং।
  • আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিং।
  • ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত ও আড়ং পর্যন্ত সড়ক।
  • বিজয় সরণি–লেক রোড সংলগ্ন এলাকা।

যাতায়াতের বিকল্প রুট ও পরামর্শ

নগরবাসীকে ভোগান্তি এড়াতে ডিএমপি বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে:

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ইন্দিরা রোডস্থ ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ থাকবে। চালকদের এফডিসি র‍্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
  • বনানী/মহাখালী থেকে মতিঝিলগামী: মহাখালী বাস টার্মিনাল–মগবাজার ফ্লাইওভার রুটটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
  • মিরপুর থেকে ধানমন্ডি: মিরপুর–টেকনিক্যাল–শ্যামলী রিংরোড ব্যবহারের অনুরোধ।
  • উত্তর দিক থেকে আগত: প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে যান চলাচল সীমিত থাকবে।

নির্ধারিত পার্কিং এলাকা

জানাজায় আগত যানবাহনের বিশৃঙ্খলা এড়াতে নির্দিষ্ট পার্কিং জোন নির্ধারণ করা হয়েছে:

ঢাকা মহানগরের যানবাহন: পুরাতন বাণিজ্য মেলার মাঠ।

ঢাকার বাইরে থেকে আগত গাড়ি: মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, রাষ্ট্রীয় শোক ও জানাজা অনুষ্ঠানের মর্যাদা রক্ষায় এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশাল টিম মাঠে কাজ করছে। ট্রাফিক ডাইভারশন চলাকালীন নগরবাসীকে কাজী নজরুল ইসলাম এভিনিউ পরিহার করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা লাখো মানুষের সুবিধার্থে ট্রাফিক পুলিশ এবং স্বেচ্ছাসেবক বাহিনী সমন্বয় করে কাজ করবে। জানাজা শেষে মরদেহ দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়ও বিশেষ নিরাপত্তা বেষ্টনী বজায় থাকবে।