বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ এনে পদত্যাগ করেছেন সংগঠনের ১৬ জন সংগঠক ও সদস্য। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের দুই সদস্য মাহতাব আবির ও সিয়াম আহসান আয়ান অভিযোগ করেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘাঘট নদীর পাড়ে আয়োজিত গ্রামীণ কুটির ও শিল্পমেলায় জুয়ার আয়োজনকে ঘিরে জেলা ও মহানগর কমিটি যৌথভাবে ১৪ লাখ টাকা চাঁদা তোলে। এ বিষয়ে প্রশ্ন তুললে কোনো সদুত্তর মেলেনি। ফেনীর বন্যার সময় তোলা ত্রাণের বাকি ৮৭ হাজার টাকা আত্মসাৎ এবং রংপুর সিটি করপোরেশনে ২৫ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়।
তারা বলেন, এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় দায়িত্বশীলদের পক্ষ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় সংগঠনের জেলা ও মহানগর কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তারা। পদত্যাগকারীদের মধ্যে জেলা কমিটির সদস্য মুবতাসিম ফুয়াদ সাদিদ, সৃজন সাহ, জুনাইদ ইসলাম, মাহতাব হোসেন আবির, সাওম মাহমুদ সিরাজ এবং মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ানসহ মোট ১৬ জন রয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেলা কমিটি। সোমবার বিকালে নগরীর মুন্সিপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা কমিটির মুখপাত্র ইয়াসির আরাফাত জানান, সংগঠনের ভিতরকার বার্তালাপের স্ক্রিনশর্ট বাইরে ছড়ানোর অভিযোগে সদস্য মাহমুদুর রহমান লিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এরই জেরে তিনি এবং তার অনুসারীরা পদত্যাগ করেন।
সংগঠনের সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল দাবি করেন, কুটির ও শিল্পমেলায় কোনো অর্থনৈতিক লেনদেন হয়নি। তিনি বলেন, মেলা সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে এবং হাউজি বন্ধে তারা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন।
সিটি করপোরেশনের চাকরি বাণিজ্যের বিষয়ে জামিল বলেন, চাকরিচ্যুত ২৫ জনকে পুনর্বহালের জন্য বিভাগীয় কমিশনারের কাছে শুধু সুপারিশ করা হয়েছিল, কোনোরূপ আর্থিক লেনদেন হয়নি।
এছাড়া পাওয়ার প্লান্টে তদবির বাণিজ্য, ত্রাণের অর্থ আত্মসাৎসহ অন্যান্য অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ। তিনি জানান, ফেনীর বন্যা ত্রাণের অবশিষ্ট টাকা জেলা ও মহানগর কমিটির তহবিলে রয়েছে এবং ভবিষ্যৎ দুর্যোগে তা ব্যবহার করা হবে।
সংগঠনটি বর্তমানে অভ্যন্তরীণ সংকটে টালমাটাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।