Home First Lead বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা পরিচয়ে চাঁদাবাজি, আট যুবক আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা পরিচয়ে চাঁদাবাজি, আট যুবক আটক

খুলনায় চাঁদাবাজির অভিযোগে আটক যুবকেরা। ছবি সংগৃহীত

বিজেনসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতার নেতৃত্বে চাঁদাবাজির অভিযোগে আটজন যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এই ঘটনায় আটককৃতদের মধ্যে রয়েছেন নগর কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দেওয়া রায়হান। তিনি দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান ও তার সহযোগী ৯ জন বাস্তুহারা কলোনির ২ নম্বর সড়কের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। তারা বাপ্পিকে ‘পতিত সরকারের দোসর’ আখ্যায়িত করে ৩ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে পুলিশে হস্তান্তরের হুমকি দেন। এমনকি বাপ্পি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

এঘটনায় এলাকাবাসী দ্রুত একত্রিত হয়ে যুবকদের ধাওয়া করে।  দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। রায়হানসহ আটজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, “রাতের ওই ঘটনায় তারা এলাকাবাসীর প্রতিবাদে আটকা পড়ে, আর পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছে।”

অবশ্য রায়হান নিজেকে বৈছাআ নগর কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও, সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য নেতারা তাকে চিনে না বলে জানান।

খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সোবহান জানান, “রাতের গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে চাঁদাবাজি ও ভয়ভীতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দাবি করছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিক।