Home আন্তর্জাতিক কলেজে পা রেখেই কি প্রেমে মজেছেন ট্রাম্পপুত্র ব্যারন?

কলেজে পা রেখেই কি প্রেমে মজেছেন ট্রাম্পপুত্র ব্যারন?

ব্যারন ট্রাম্প

চান না লাইমলাইট, খুঁজছেন সাধারণ জীবন

আন্তর্জাতিক ডেস্ক: জন্মের পর থেকেই তিনি বিশ্বের অন্যতম চর্চিত শিশু। আর এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি (NYU)-তে পা রাখার পর ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। বিশেষ করে তাঁর ‘লাভ লাইফ’ বা প্রেমজীবন নিয়ে জল্পনা সবসময়ই তুঙ্গে। ইন্টারনেটে নানা অদ্ভুত গুঞ্জনের মাঝেই এবার এল বড় খবর—জীবনের নতুন এক রোমান্টিক অধ্যায় শুরু করেছেন ব্যারন!

‘নিউজনেশন’-কে দেওয়া সাক্ষাৎকারে এনওয়াইউ-এর এক শিক্ষার্থী ব্যারনের ব্যক্তিগত জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ওই সহপাঠীর দাবি, ব্যারন ট্রাম্প বর্তমানে আর ‘সিঙ্গেল’ নন। সূত্রটি জানিয়েছে, “ব্যারনের একজন খুব সুন্দর এবং ভালো মনের প্রেমিকা রয়েছে। তাঁরা দুজনে অনেকটা সময় একসঙ্গেই কাটান।”

যদিও সেই রহস্যময়ী তরুণীর নাম বা ছবি এখনো প্রকাশ্যে আসেনি, তবুও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার জন্য এটুকুই যথেষ্ট ছিল।

মজার বিষয় হলো, ছেলের এই রোমান্টিক সম্পর্কের বিষয়ে সম্ভবত কিছুই জানেন না খোদ ডোনাল্ড ট্রাম্প। গত অক্টোবরেই ‘পিবিডি পডকাস্ট’-এ ব্যারনের ডেটিং লাইফ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বেশ অনিশ্চিত ছিলেন। সেসময় তিনি জানিয়েছিলেন, ব্যারন সম্ভবত এখনো প্রেম করছে না। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দেখা যাচ্ছে, বাবা হিসেবে ডোনাল্ড ট্রাম্প হয়তো ছেলের জীবনের এই বড় আপডেটটি মিস করে গেছেন!

তবে যারা ভাবছেন কার্দাশিয়ানদের স্টাইলে ঘটা করে এই সম্পর্কের ঘোষণা আসবে, তারা হতাশ হতে পারেন। সূত্র বলছে, ব্যারন ট্রাম্প নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন। সহপাঠীর মতে, তিনি “লাইমলাইট এড়িয়ে চলেন”। ট্রাম্প পরিবারের সদস্য হিসেবে ছোটবেলা থেকেই যে বিশৃঙ্খলা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে, তার কারণেই হয়তো ব্যারন এখন খানিকটা স্থিতিশীলতা এবং সাধারণ এক জীবনের খোঁজ করছেন।