Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে স্তনে হাত দিয়ে ব্রা পরীক্ষা

নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে স্তনে হাত দিয়ে ব্রা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পরীক্ষার আগে ‘ব্রা পরেছেন কি না’ তা হাত দিয়ে পরীক্ষা করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেকে এটিকে যৌন হয়রানি ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন।

ওলাবিসি ওনাবানজো ইউনিভার্সিটি নামের এই বিশ্ববিদ্যালয়টি নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওগুন প্রদেশে অবস্থিত। পরীক্ষার হলে প্রবেশের আগে নারী শিক্ষার্থীদের স্তনে হাত রেখে ব্রা পরীক্ষা করার দৃশ্য দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে।

ভিডিওতে দেখা গেছে, নারী কর্মীরা পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের পোশাক পরীক্ষা করছেন এবং স্পষ্টভাবে স্পর্শ করছেন। এতে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

একজন এক্স (পূর্বতন টুইটার) ব্যবহারকারী @kaysheila লিখেছেন, “এটি সরাসরি হয়রানি। কেউ যদি ব্রা না পরে, তার পেছনে নানা কারণ থাকতে পারে।”
আরেকজন বলেন, “এটি মানবাধিকার লঙ্ঘন। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত!”

তবে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের এই ড্রেসকোড নীতি সমর্থন করে বলছেন, “পাবলিক স্পেসে ব্রা ছাড়া আসা অনুচিত।”

ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মুইজ ওলাতুঞ্জি এক পোস্টে লিখেছেন, “‘ব্রা ছাড়া হলে প্রবেশ নিষেধ’—এই নীতি নতুন নয়।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টি সবসময়ই ‘সম্মানজনক ও মনোযোগহীন’ পরিবেশ নিশ্চিত করতে চায় এবং শিক্ষার্থীদের শালীন পোশাক পরতে উৎসাহিত করে।

তবে সমালোচনার মুখে তিনি জানান, ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিকল্প উপায়ে ‘অশালীন পোশাক’ প্রতিরোধের পন্থা নিয়ে আলোচনা শুরু করবে, যাতে ছাত্র-ছাত্রী ও কর্মীদের মধ্যে সম্মানজনক আচরণ বজায় থাকে।

এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, নাইজেরিয়ার অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই কোনো না কোনো ধরনের পোশাক বিধি চালু রয়েছে। অনেক জায়গায় নারীদের মিনিস্কার্ট নিষিদ্ধ, পুরুষদের জন্য আবার নিষেধ রয়েছে ডেডলক বা কানে দুল পরা।

নাইজেরিয়ার সামাজিক রীতিনীতি বরাবরই রক্ষণশীল, বিশেষ করে গ্রামীণ এলাকায়। দেশটির জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ মুসলিম এবং ৪৪ শতাংশ খ্রিস্টান যা রক্ষণশীলতা বজায় রাখার একটি বড় কারণ বলেই মনে করা হয়।