বিজনেসটুডে২৪ ডেস্ক: লন্ডনের ঐতিহাসিক গিল্ডহল ভবনে অনুষ্ঠিত হলো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লন্ডন রিজিওনাল কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান। আয়োজনে বক্তারা বলেন, এই নতুন কমিটি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে নেতৃত্ব বিকাশ ও সংহতি গড়ে তুলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন রিজিওনাল কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ এবং সঞ্চালনা করেন সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম্যান মনসুর আলী। কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য লর্ড রামি রেঞ্জার।
লর্ড রামি রেঞ্জার বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীরা রেস্তোরাঁসহ নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ধারা আরও সুসংগঠিত হবে বলেই তাঁর বিশ্বাস।
সিটি কর্পোরেশনের কাউন্সিলম্যান মনসুর আলী বলেন, এই রিজিওনাল কমিটির যাত্রা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এটি ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলবে এবং প্রবাসী অর্থনীতির ভিত আরও মজবুত করবে।
নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য কার্যকর ও সংগঠিতভাবে কাজ করা। আমরা স্বচ্ছতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়ী সমাজের উন্নয়নে কাজ করবো।
প্রধান বক্তা বিবিসিসিআই সভাপতি মোহাম্মদ রফিক হায়দার বলেন, প্রবাসী ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণই এই সংগঠনের মূল শক্তি। লন্ডন রিজিওনের নতুন নেতৃত্ব সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই, টাওয়ার হ্যামলেটস বরোর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, কাউন্সিলর রহিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।
নতুন রিজিওনাল কমিটির সদস্যরা হলেন সভাপতি মো. মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম, কোষাধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান, সিনিয়র সহসভাপতি শামসুল আরেফিন, সহসভাপতি গুলজার খান ও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান ঝিলম, যুগ্ম কোষাধ্যক্ষ মো. নাজমুল হক বিশাল, সদস্য সচিব সোয়েব কবীর, আয়োজক সম্পাদক মো. আলী হুসাইন, অফিস সম্পাদক হাফসা নূর, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ মামুন, ক্রীড়া সম্পাদক আব্দুল আনোয়ার খান এবং নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার, আসওয়ার আলী ও ডক্টর মাসুক আহমেদ।
সিটিএ: প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ও ব্যবসায়িক খবর জানতে ভিজিট করুন businesstoday24.com