Home চট্টগ্রাম সীতাকুণ্ডের গর্ব: রাকসু-চাকসু নির্বাচনে বিজয়ের হাসি দুই ভাই-বোনের মুখে

সীতাকুণ্ডের গর্ব: রাকসু-চাকসু নির্বাচনে বিজয়ের হাসি দুই ভাই-বোনের মুখে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সীতাকুণ্ড: দেশের দুই প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মঞ্চে এবার উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন সীতাকুণ্ডের দুই ভাই-বোন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)— দুই প্রতিষ্ঠানের নির্বাচনে একযোগে জয় পেয়েছেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবিএম খালেদ রাকসু নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে খালেদের বোন উম্মে হাবীবা চাকসুর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের নির্বাচনে অভিযাত্রিক ছাত্রী ঐক্য প্যানেল থেকে সর্বাধিক ৭১৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

দুই ভাই-বোনের এই সাফল্য এখন সীতাকুণ্ডজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তারা সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর গ্রামের মুহাম্মদ মঈন উদ্দীন বাহার ও সামিনা আক্তার দম্পতির সন্তান।

রাকসু ও চাকসুর নির্বাচনে একসঙ্গে জয় পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সীতাকুণ্ড সমিতি–চট্টগ্রাম এক অভিনন্দন বার্তায় খালেদ ও হাবীবাকে শুভেচ্ছা জানিয়ে বলেছে— “তাদের এই অর্জন কেবল পারিবারিক নয়, সীতাকুণ্ডবাসীরও গর্ব। আশা করি, তারা ছাত্রদের কল্যাণে নিবেদিত থেকে নিজেদের যোগ্যতা ও দায়িত্ববোধ দিয়ে রাকসু ও চাকসুকে আরও শক্তিশালী করবে।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজে ভাই-বোনের একসঙ্গে নেতৃত্বে আসা খুব একটা দেখা যায় না। ফলে এবারের এই জয় শুধু পারিবারিক নয়, বরং তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।