Home আন্তর্জাতিক ভুলে বেতন ৩৩০ গুণ বেশি, তবু ফেরত দিতে হবে না কর্মীকে

ভুলে বেতন ৩৩০ গুণ বেশি, তবু ফেরত দিতে হবে না কর্মীকে


তিন বছর পর আদালতের রায়ে স্বস্তি চিলির এক অফিস সহকারীর

বিজনেসটুডে২৪ ডেস্ক: অফিসের ভুলে এক মাসের বেতনের ৩৩০ গুণ বেশি টাকা পেয়ে গিয়েছিলেন এক কর্মী। সংস্থার অনুরোধ সত্ত্বেও সেই অর্থ ফেরত দেননি তিনি। শেষ পর্যন্ত প্রায় তিন বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর আদালত জানিয়ে দিল — ওই টাকা ফেরত দিতে হবে না।

ঘটনাটি চিলির রাজধানী স্যান্টিয়াগোর। ‘ড্যান কনসরসিও ইন্ডাস্ট্রিয়াল ডে অ্যামেনটস ডে চিলে’ নামের এক খাদ্য প্রস্তুতকারী সংস্থায় ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে কাজ করতেন ওই কর্মী। মাসিক বেতন ছিল ৩৮৬ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা)। কিন্তু ২০২২ সালের মে মাসে হিসাব বিভাগের ভুলে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে ১,২৭,০০ ইউরো — অর্থাৎ প্রায় ১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা, যা তাঁর বেতনের ৩৩০ গুণ।

ঘটনা প্রকাশ্যে আসার পর সংস্থার মানবসম্পদ (এইচআর) বিভাগ কর্মীর সঙ্গে যোগাযোগ করে ভুলের বিষয়টি জানায় এবং অর্থ ফেরত দিতে অনুরোধ করে। প্রথমে তিনি রাজি হলেও তিন দিন পর হঠাৎ চাকরি ছেড়ে দেন এবং অতিরিক্ত টাকা ফেরত দেননি।

এরপর সংস্থা আদালতে মামলা করে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ আনে। দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫৪০ দিনের জেল হতে পারত ওই প্রাক্তন কর্মীর। কিন্তু আদালত স্পষ্ট জানায়, এটি কোনও চুরির ঘটনা নয়; বরং ‘অননুমোদিত অর্থ গ্রহণ’-এর মধ্যে পড়ে, যা অপরাধ নয়। তাই মামলা খারিজ করে দেওয়া হয়।

রায় ঘোষণার পর আপাতত স্বস্তিতে আছেন ওই কর্মী। তবে সংস্থা হাল ছাড়ছে না। তাদের দাবি, ভুলে পাঠানো অর্থ ফেরত পেতে তারা রায়ের পুনর্বিবেচনার আবেদন করবে এবং সব আইনি পথ অনুসরণ করবে।