আন্তর্জাতিক ডেস্ক:
হজ ২০২৫ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। এরই মধ্যে হজ পালনের জন্য পবিত্র নগরী মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানায় মক্কা শহর ও পবিত্র স্থানসমূহের রয়্যাল কমিশন।
সংস্থাটি জানায়, মক্কা, মিনা ও মুজদালিফায় অবকাঠামো উন্নয়নের আওতায় পরিবহন, চিকিৎসাসেবা ও যাত্রাপথে ছায়া সৃষ্টির মতো নানা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
মক্কার বিভিন্ন এলাকায় পথচারীদের জন্য ছায়াযুক্ত পথ, উন্নত সড়ক এবং প্রার্থনার স্থান সম্প্রসারণ করা হয়েছে যাতে বিপুল সংখ্যক হজযাত্রী নির্বিঘ্নে চলাফেরা ও ইবাদত করতে পারেন।
হজ মৌসুমে চলাচল সহজ করতে মক্কা শহরের বাস সার্ভিস আরও সম্প্রসারিত করা হয়েছে। এবার ১২টি রুটে ৪০০টি বাস, ৪৩১টি স্টপেজ এবং ৪টি প্রধান বাস টার্মিনাল পরিচালিত হবে।
মুজদালিফা—যেখানে হজযাত্রীরা এক রাত অবস্থান করেন—সেখানে ১ লাখ ৭০ হাজার বর্গমিটার পথচারী এলাকা উন্নত করা হয়েছে। জায়গাটি রাবার বসানো ফ্লোরিং দিয়ে তৈরি করা হয়েছে এবং ১০ হাজার গাছ লাগানো হয়েছে যাতে ছায়া তৈরি করে তীব্র গরম থেকে হজযাত্রীরা কিছুটা স্বস্তি পান।
মিনায় হজযাত্রীদের স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে ২০০ শয্যাবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করা হয়েছে। এছাড়া সেখানে দুইতলা তাঁবু, একাধিক তলা বিশিষ্ট টয়লেট ব্লক, এবং তিনটি রুটে ইলেকট্রিক স্কুটার সার্ভিস চালু করা হয়েছে।
প্রয়োজনে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে মিনায় ৭১টি জরুরি সহায়তা কেন্দ্র, বিশ্রাম স্থান, ছায়াযুক্ত বসার জায়গা, এবং ৪০০টি ঠাণ্ডা পানি সরবরাহ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, এবারের হজ আগামী ৪ জুন শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল হজ পালন নিশ্চিত করতেই এসব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।