আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখন্ডের পাহাড়ের কোল ঘেঁষে হরিদ্বারের বিখ্যাত মনসাদেবী মন্দিরে রবিবার সকালে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। শ্রাবণ মাসে মন্দিরটিতে প্রতিদিনই ভক্তদের ঢল নামে। সেই ধারাবাহিকতায় এদিন সকাল ৯টার দিকে ঘটে যায় পদপিষ্টের মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারান অন্তত ছয় জন ভক্ত। আহত হন আরও অনেকেই। এদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
হরিদ্বারের জেলা প্রশাসক ময়ূর দীক্ষিত জানিয়েছেন, আহতদের মধ্যে ২০ জন পুরুষ, আট জন নারী ও সাতটি শিশু রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা দুই জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। বাকিরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, মন্দির চত্বরে হঠাৎ এক গুজব ছড়িয়ে পড়ে যে, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়েছে। এই গুজবেই আতঙ্কিত হয়ে পড়েন ভক্তেরা। শুরু হয় হুড়োহুড়ি, ছোটাছুটি। ফলস্বরূপ অনেকে সিঁড়িতে পড়ে যান, আর তাদের গায়ে একে একে হুমড়ি খেয়ে পড়তে থাকেন অন্যরা। হরিদ্বারের আইজি (আইনশৃঙ্খলা) নীলেশ ভার্নে জানান, বিদ্যুতের তার পড়া সংক্রান্ত গুজবেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে স্থানীয় পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী দল। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে যোগ দেয়। ঘটনাস্থলের ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, আহতদের একে একে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন এবং স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকবার্তা পাঠিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মনসাদেবী মন্দিরটি বিলওয়ালা পাহাড়ের উপরে অবস্থিত। মন্দিরে পৌঁছাতে হয় সোজা এক কিলোমিটার সিঁড়ি পেরিয়ে বা রোপওয়ে ব্যবহার করে। ঘটনাস্থলটি মন্দির থেকে মাত্র ১০০ মিটার দূরে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এমন দুর্ঘটনা ভবিষ্যতে রোধ করতে আরও সক্রিয় নিরাপত্তা ও তথ্য যাচাইয়ের ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ।
আরও খবর ও বিশ্লেষণ পেতে চোখ রাখুন businesstoday24.com