Home জাতীয় নুরের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল

নুরের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল

মশাল মিছিল। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে পাঠানোর আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং গড়িমসি করে একপ্রকার প্রতারণা করেছে। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। সরকারের প্রতারণামূলক আচরণের কারণে তারা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। নুরকে দলীয় ও পারিবারিক উদ্যোগে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি আরও সতর্ক করেন, ৪৮ ঘণ্টার আলটিমেটামের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে তারা কঠোর কর্মসূচিতে নামবে।

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, নুরুল হক নুর হলো জুলাই গণঅভ্যুত্থানের জীবন্ত কিংবদন্তি। তার ওপর হামলার বিচার না হওয়া মানে সরাসরি সেই আন্দোলনের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তিনি স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগ সরকার যখন ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করে হয়রানি করেছে, তখন গণঅধিকার পরিষদ রাজপথে দাঁড়িয়েছে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হলে নুরের নেতৃত্বেই তা ভেঙে শিক্ষার্থীদের অধিকার আদায় করা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, আজ নুরুল হক নুর হামলার শিকার হওয়ার পরও কেন বিচার করছে না অন্তর্বর্তী সরকার।

মশাল মিছিলে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হিরণ শেখ, মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।