Home চট্টগ্রাম চট্টগ্রামে বন্দর রক্ষায় ছাত্র-যুব ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল

চট্টগ্রামে বন্দর রক্ষায় ছাত্র-যুব ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল

চট্টগ্রাম: ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আন্দরকিল্লায় বন্দর ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সমন্বয়ে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শুভ দেব নাথ।

সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি টিকলু কুমার দে; যুব ইউনিয়ন কতোয়ালি থানা শাখার সভাপতি রূপন দাস; যুবনেতা শান্তুনু চৌধুরী; ছাত্রনেতা ডেনি বিশ্বাস; শিরিন আক্তার; আশিক এলাহি; ঋশু সাহা প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনাল  বিশেষত নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ — ৩০ বছরের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চায়, যা সার্বভৌমত্বের ওপর হুমকি। তারা দাবি করেন, দেশের প্রধান সমুদ্রবন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না এবং বন্দর পরিচালনা দেশীয় সক্ষমতা বৃদ্ধি করে দেশের কোম্পানির মাধ্যমে করতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণের বিরোধ সত্ত্বেও এ চুক্তি বাস্তবায়িত হলে এটি সরকারের ওপর বিদেশি শক্তির প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয়। তাই তারা অবিলম্বে অবশ্যই চুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি করেন। সমাবেশে ব্যক্তিরা উল্লেখ করেন যে, সরকার যদি এখতিয়ারের বাইরে থেকে এই চুক্তি করতে এগিয়ে যায় এবং তা প্রত্যাহার না করে তবে বামপন্থী ছাত্র-যুব ও অন্যান্য স্তরের জনগণকে নিয়ে বৃহৎ আন্দোলন করা হবে প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বন্দর রক্ষার প্রতিশ্রুতি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিল সম্পন্ন করে। বক্তারা আবেদন জানান, সব স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামতে।-সংবাদ বিজ্ঞপ্তি