Home সারাদেশ রামগড়ে পিসিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন দুলালের মৃত্যুতে শোকের ছায়া

রামগড়ে পিসিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন দুলালের মৃত্যুতে শোকের ছায়া

মহি্উদ্দিন দুলাল

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য কাজী মহিউদ্দিন দুলাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি —-রাজিউন)।  বৃহস্পতি‌বার (৩১ জুলাই) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে জানান, তিনি স্ট্রোক করেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে মহিউদ্দিন দুলাল স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং জনপ্রিয় একজন সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

রাত ১০টায় রামগড় নামাজে জানাজা শেষে তাঁকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি, খাগড়াছড়ি জেলা, রামগড় উপজেলা ও পৌর শাখা গভীর শোক প্রকাশ করেছে। এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।