Home চট্টগ্রাম হালদা নদী থেকে ১৩ কেজির মৃত মা-মাছ উদ্ধার

হালদা নদী থেকে ১৩ কেজির মৃত মা-মাছ উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,  হাটহাজারী ( চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে সাড়ে ১৩ কেজি ওজনের একটি মৃত মৃগেল মা-মাছ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শাহ মাদারী হ্যাচারি এলাকার নদীপাড় থেকে মাছটি উদ্ধার করা হয়।

হালদা অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রমজান আলী মাছটি উদ্ধারের নেতৃত্ব দেন। মাছটির দৈর্ঘ্য ছিল ৪২ ইঞ্চি এবং প্রস্থ ১৮ ইঞ্চি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরামর্শ অনুযায়ী মাছটিকে নদীতেই মাটিচাপা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

হালদা গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে ছয়টি মৃত মা-মাছ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মে মাসে তিনটি (দুটি কাতলা ও একটি মৃগেল), জুনে দুটি কাতলা এবং সর্বশেষ আজকের মৃগেল মাছটি পাওয়া গেল।

তিনি বলেন, “হালদা এখন কার্যত অরক্ষিত হয়ে পড়েছে। একদিকে যেমন অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে শিকারি চক্র জাল ও বড়শি দিয়ে মাছ ধরছে। এমনকি শাখা খালগুলোতে বিষ প্রয়োগ করে মাছ ধ্বংস করছে। ফলে প্রজনন মৌসুমেও মা-মাছ মারা যাচ্ছে।”

এই অবস্থায় নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “নিয়মিত অভিযান চালানো এবং কড়াকড়ি নজরদারি ছাড়া হালদার জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়।”

প্রাকৃতিক প্রজননের জন্য বিখ্যাত হালদা নদী থেকে প্রতি বছর লাখ লাখ রেণু সংগ্রহ করে দেশব্যাপী পোনা সরবরাহ করা হয়। এই নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেলে দেশের মৎস্য উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।