বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে গভীর সাগরে ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের ট্রলার দুটি জব্দ করা হয়।
নৌবাহিনী জানায়, আটক ট্রলার দুটি থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছও জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের মোংলায় আনা হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, “নৌবাহিনী ভারতীয় ৩৪ জন জেলেকে আটক করেছে। এখনো তাদের আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা হবে।”
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিল আটক জেলেরা। নৌবাহিনীর নিয়মিত টহলের সময় রাডারে দুটি সন্দেহজনক ট্রলারের অবস্থান শনাক্ত হয়। ট্রলার দুটি পালাতে চাইলে ধাওয়া করে তা আটক করা হয়।”
তিনি আরও জানান, ট্রলার দুটিতে কয়েকশ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা জব্দ করা হয়েছে। এমন অনুপ্রবেশ শুধু বাংলাদেশের সামুদ্রিক সম্পদের ক্ষতি করে না, বরং সীমানা-সচেতনতার দিক থেকেও এটি গুরুতর উদ্বেগের বিষয়।

সরকারি সূত্রে জানা গেছে, জেলেদের বিরুদ্ধে মৎস্য আইন ও সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অতীতে এ ধরনের ঘটনায় আটক জেলেদের আদালতের মাধ্যমে ফেরত পাঠানোর নজির রয়েছে। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা আটকই থাকেন।
বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক জলসীমার স্পষ্ট চিহ্ন থাকা সত্ত্বেও প্রায়ই ভারতীয় জেলেদের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের ঘটনা ঘটে। এটি শুধু অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক টানাপোড়েন নয়, বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির জন্যও হুমকিস্বরূপ।