Home সারাদেশ ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা, বিজিবির মানবিক নজির

ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা, বিজিবির মানবিক নজির

মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি):  রামগড় সংলগ্ন চট্টগ্রামের ফটিকছড়ির পুরান রামগড় গ্রামের বাসিন্দা মোঃ নাজিম উদ্দিন ঈদ-উল-আযহা উপলক্ষে এক লাখ পঁচাত্তর হাজার টাকায় একটি মহিষ কিনেছিলেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। কিন্তু এই কোরবানির পশুই এক সময় তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

শক্তিশালী ওই মহিষটি হঠাৎ রশি ছিঁড়ে ছুটতে শুরু করে এলাকা জুড়ে। প্রথমে পরিবারের লোকজন এবং পরে এলাকাবাসী মিলে চেষ্টা করেও মহিষটিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। একপর্যায়ে মহিষটি ছুটতে ছুটতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২১৪/১২-এস অতিক্রম করে ঢুকে পড়ে ভারতের ভেতরে।

মহিষ চলে যাওয়ার খবর জানানো হয় বাগানবাজার বিওপিতে। বিষয়টি জানতে পেরে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম তাৎক্ষণিকভাবে ভারতের ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফ তখন মহিষটি খুঁজতে শুরু করে, কিন্তু সীমান্তের ঘন জঙ্গল আর সন্ধ্যা নেমে যাওয়ার কারণে সেদিন আর ধরা যায়নি পশুটিকে।

অবশেষে রোববার (৮ জুন) সকালে সীমান্ত পিলার ২২১৩/এমপি সংলগ্ন এলাকা দিয়ে মহিষটি নিজেই আবার বাংলাদেশে ফিরে আসে ফেনী নদী পেরিয়ে। এসময় বিজিবি সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত মহিষটিকে আটক করে এবং সুরক্ষিতভাবে তার মালিকের কাছে হস্তান্তর করে।

মহিষ ফিরে পেয়ে আবেগাপ্লুত নাজিম উদ্দিন বলেন, “বিজিবির আন্তরিক সহযোগিতায় আমি শুধু আমার কোরবানির পশুটি ফেরতই পাইনি, ফিরে পেয়েছি আমার ঈদের আনন্দও। এটা শুধু একটি মহিষ ফেরতের ঘটনা নয়, এটা আমাদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সীমান্তবাসীর পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

🐃 এই ব্যতিক্রমী ঘটনা আপনাকে স্পর্শ করেছে?
👍 পোস্টটি লাইক করুন
🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
✍️ আপনার মতামত কমেন্টে জানান

📲 বিজনেসটুডে২৪.কম-এর আরও খবর পড়তে আমাদের ফলো করুন!