বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পঞ্চগড়: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে চায়ের গুণগত মান রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও চা বোর্ড। মানহীন কাঁচা চা পাতা প্রক্রিয়াজাত করার অপরাধে গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ৫টি চা কারখানাকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে মানহীন পাতা পাওয়া গেলে প্রয়োজনে কারখানা বন্ধ করে দেওয়া হবে।
মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা
গতকাল বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলা ও পঞ্চগড় সদর উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ চা আইন, ২০১৬-এর অধীন পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন প্রশাসনের কর্মকর্তারা। আইনের ৩৪ ধারা ভঙ্গের অপরাধে এবং ৩২ ও ২৯ ধারা অনুযায়ী ৫টি কারখানাকে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত কারখানাগুলো হলো:
১. সুরমা পূর্ণিমা টি ফ্যাক্টরি (তেঁতুলিয়া): ৫০,০০০ টাকা।
২. রয়েল টি ফ্যাক্টরি (তেঁতুলিয়া): ১০,০০০ টাকা।
৩. ইউরো-এশিয়া টি ফ্যাক্টরি (পঞ্চগড় সদর): ২০,০০০ টাকা।
৪. মরগেন টি ফ্যাক্টরি (পঞ্চগড় সদর): ২০,০০০ টাকা।
৫. মলি টি ফ্যাক্টরি (পঞ্চগড় সদর): ২০,০০০ টাকা।
জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি
অভিযান প্রসঙ্গে পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “পঞ্চগড়ের সবুজ চায়ের পাতার মান নিয়ে কোনোক্রমেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত মোবাইল কোর্ট চলছে এবং চায়ের স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি কারখানা মালিকদের সতর্ক করে বলেন, “সামনে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। মানহীন সবুজ চা পাতা পাওয়া গেলে কারখানা সিলগালা বা বন্ধ করে দেওয়া হবে। কারখানায় কেউ মানহীন পাতা কিনবেন না, কেউ সরবরাহও করবেন না।”
জেলা প্রশাসক চা চাষিদের উদ্দেশে বলেন, “নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না। জেলা প্রশাসনের নির্দেশনা মেনে ভালো মানের সবুজ চা পাতা সরবরাহ করুন। পরবর্তীতে মানহীন পাতা সরবরাহ করলে সংশ্লিষ্ট চাষিকেও আইনের আওতায় আনা হবে।”
জেলা প্রশাসন ও চা বোর্ড পঞ্চগড় জানিয়েছে, পঞ্চগড়ের চায়ের সুনাম ও মান ধরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










