বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া:ভালোবাসা কখনও সীমান্ত মানে না এ কথা আবারও প্রমাণ করলেন মালয়েশিয়ার তরুণী স্মৃতিনূর আতিকা। ভালোবাসার টানে তিনি পাড়ি জমিয়েছেন হাজার মাইল দূরে বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়।
বর্তমানে তিনি অবস্থান করছেন স্বামীর বাড়িতে রিংকু রহমানের সঙ্গে সংসার শুরু করেছেন এই বিদেশিনী।
গত শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিকা। সেখানে তাকে স্বাগত জানান রিংকু রহমান ও তার পরিবারের সদস্যরা। ফুল দিয়ে বরণ করে নেন পুত্রবধূকে।
রিংকু রহমান জানান, ২০১৮ সালে মালয়েশিয়ায় কর্মরত থাকার সময় আতিকার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব এবং পরে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে গড়ে ওঠে প্রেম। ২০২৫ সালের ৩ জানুয়ারি মালয়েশিয়াতেই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বর্তমানে রিংকু ছয় মাসের ছুটিতে বাংলাদেশে রয়েছেন। তার কথায়, “আমার ছুটির মেয়াদ অর্ধেক শেষ হয়ে গেছে। ওর সঙ্গে আগেই কথা ছিল, আমি দেশে থাকাকালীন সে আসবে। আমরা একসঙ্গেই আবার মালয়েশিয়া ফিরে যাব।”
রিংকুর বাবা জিনারুল মল্লিক বলেন, “ছেলের পছন্দকে আমরা সম্মান করেছি। আমাদের বউমা বিদেশি হলেও পরিবারের সবাই তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। সে ঘরের সব কাজ নিজে করছে, খুব সহজেই মানিয়ে নিয়েছে।”
ভিনদেশি এই পুত্রবধূকে এক নজর দেখতে রোববার সকাল থেকেই এলাকার মানুষ ভিড় করছেন রিংকুর বাড়িতে। কৌতূহল আর হাসিমাখা মুখে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পতিকে।
এলাকাবাসীর মতে, “এটা শুধু ভালোবাসার নয়, সংস্কৃতির সেতুবন্ধনও। আমরা গর্বিত, আমাদের এলাকায় এমন একটি আন্তঃসাংস্কৃতিক সম্পর্কের উদাহরণ সৃষ্টি হয়েছে।”
👉 আরও খবর জানতে ভিজিট করুন: businesstoday24.com