Home বিনোদন আবারও কাছাকাছি মালায়িকা-অর্জুন? ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন গুঞ্জন

আবারও কাছাকাছি মালায়িকা-অর্জুন? ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক:

সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। তবে ভালোবাসার গল্পে শেষ কোথায়? অন্তত বলিউডে তো নয়! জনপ্রিয় অভিনেত্রী মালায়িকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সম্পর্কের পুনর্মিলন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, একটি ছোট্ট ইনস্টাগ্রাম ‘লাইক’কে কেন্দ্র করে।

গত ১৫ জুন মালায়িকা তার ইনস্টাগ্রামে একটি কারোয়েল পোস্ট করেন, যেখানে তিনি লিখেছিলেন—“তোমার হৃদয় যদি এখনো ভাঙা থাকে, তবে এটাই তোমার বড় শক্তি। কারণ তুমি এখনও ভালোবাসতে জানো।” এই পোস্টে আর্জুন কাপুর একটি লাইক দেন, যা নজর এড়ায়নি ভক্ত ও বিনোদন সাংবাদিকদের।

এই পোস্টটি ছিল আত্মজাগরণের ও মানসিক সুস্থতা ঘিরে বার্তা, তবে তা ঘিরেই জন্ম নিয়েছে বহু প্রশ্ন—তবে কি আবারও কাছাকাছি আসছেন এই প্রাক্তন যুগল?

দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি ঘটেছিল ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। যদিও সেই সময়ও তাঁরা একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্যই করেছিলেন এবং সম্পর্ক ভাঙার কারণ হিসেবে ব্যক্তিগত দূরত্বকেই সামনে এনেছিলেন। এরপর আর্জুন এবং মালায়িকা দুইজনই ছিলেন নিজেদের কাজে ব্যস্ত। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একে-অপরের পোস্টে প্রতিক্রিয়া প্রায় অনুপস্থিত ছিল।

সেই প্রেক্ষাপটে আর্জুনের সাম্প্রতিক এই লাইক বলিউড মহলে আলোচনার কেন্দ্রে এসেছে। সোশ্যাল মিডিয়ার একাংশ বলছে, এটি নিছক বন্ধুত্বের প্রতীক হতে পারে। কিন্তু অনেকে আবার বলছেন, “এই ছোট্ট ক্লিকেই হয়তো অনেক না বলা কথা আছে।”

এদিকে আর্জুন বা মালায়িকার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে নেটিজেনরা ইতিমধ্যে তাঁদের পুরনো ছবিগুলো খুঁজে শেয়ার করতে শুরু করেছেন, যার ক্যাপশনে অনেকেই লিখছেন—”ভালোবাসা হারায় না, শুধু পথ হারায়।”

বলিউডে এমন ‘ভাঙা-গড়া’ সম্পর্ক নতুন কিছু নয়। তবে মালায়িকা ও আর্জুনের সম্পর্ক সবসময়ই ছিল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। ফলে, তাঁদের একটিমাত্র অনলাইন মিথস্ক্রিয়া ভক্তদের মনে নতুন করে আশা জাগিয়েছে।