আনোয়ার আহমেদ, কুয়ালালামপুর ( মালয়েশিয়া): আজ এক শতকের মাইলফলকে দাঁড়িয়ে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টুন ড. মাহাথির মোহাম্মদ। ১৯২৫ সালের ১০ জুলাই জন্ম নেওয়া এই রাজনীতিবিদের শততম জন্মদিনে সারা বিশ্ব তাকে সম্মান জানাচ্ছে। একশো বছর সময় অনেক বড় পরিসর। এই সময়ে পৃথিবী বদলে গেছে, বদলেছে সাম্রাজ্য, ভেঙেছে দেওয়াল, জন্ম নিয়েছে নতুন দেশ, যুদ্ধ আর শান্তির খেলা চলেছে নানা প্রান্তে।
ড. মাহাথিরের জন্মলগ্নে বিশ্ব ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী টালমাটাল পর্বে। তখনও ব্রিটিশ উপনিবেশ ছিল মালয়েশিয়া, ভারত বা আফ্রিকার বহু অংশ। পরবর্তী শতকে তিনি নিজেই হয়ে উঠবেন উপনিবেশমুক্তির অন্যতম পথিকৃৎ নেতাদের একজন।
ঐতিহাসিক বাঁক, যেগুলো তিনি প্রত্যক্ষ করেছেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫):
মাহাথির তখন কিশোর। জাপানিরা মালয় উপদ্বীপে আক্রমণ চালায়, ব্রিটিশদের হটিয়ে দেয়। এই সময়টিই ভবিষ্যৎ মাহাথিরের জাতীয়তাবাদী মনোভাবকে শক্ত ভিত্তি দেয়।
ভারতের স্বাধীনতা (১৯৪৭):
ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সূচনা হয় ভারত বিভাজনের মধ্য দিয়ে। এটি সারা উপনিবেশিক এশিয়ায় স্বাধীনতার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।
মালয়েশিয়ার স্বাধীনতা (১৯৫৭):
মাহাথির তখন তরুণ চিকিৎসক, পরে রাজনীতিতে আসেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনিই হবেন মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী।
মানব চন্দ্রজয় (১৯৬৯):
মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে যুগান্তকারী এই সময়ের সাক্ষী ছিলেন মাহাথির।
সোভিয়েত ইউনিয়নের পতন (১৯৯১):
ঠাণ্ডা যুদ্ধের অবসান হয়, সমাজতান্ত্রিক বিশ্বভাগ ভেঙে পড়ে। মাহাথির তখন ক্ষমতাসীন, বিশ্ব রাজনীতির শক্ত ভারসাম্য বদলে যেতে দেখে তিনি মালয়েশিয়ার ‘লুক ইস্ট’ নীতির দিকে ঝুঁকতে থাকেন।
ইন্টারনেট বিপ্লব ও প্রযুক্তির উত্থান (১৯৯০–২০০০):
মাহাথির মালয়েশিয়ায় মাল্টিমিডিয়া সুপার করিডোর গড়ে তুলেন, ডিজিটাল যুগে প্রবেশে ভূমিকা রাখেন।
৯/১১ হামলা (২০০১):
বিশ্ব রাজনীতিতে চরম প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রে এই সন্ত্রাসী হামলা। মুসলিম বিশ্ব নিয়ে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বদলে যায়, মাহাথির এর বিরুদ্ধে সোচ্চার হন।
করোনা মহামারি (২০২০):
৯৫ বছর বয়সেও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়, মাহাথিরও কোয়ারেন্টিন পালন করেন, গণস্বাস্থ্যের পক্ষে কথা বলেন।
মাহাথির নিজেই ইতিহাস
প্রায় দুই দশক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকা মাহাথির মোহাম্মদ শুধু তার দেশের নয়, তৃতীয় বিশ্বের নেতাদের জন্য অনুপ্রেরণা। পশ্চিমা আধিপত্যের সমালোচক, মুসলিম বিশ্বের উন্নয়নে কণ্ঠস্বর, এবং উন্নয়নশীল দেশের আত্মনির্ভরতার প্রতীক তিনি।
এই একশ বছরে পৃথিবী বদলে গেছে প্রযুক্তি, ভূরাজনীতি, অর্থনীতি ও পরিবেশে। আর মাহাথির সেই বদলের সঙ্গে নিজেকেও বারবার নতুন করে গড়েছেন। শতবর্ষে দাঁড়িয়ে তিনি যেন এক জীবন্ত বিশ্বকোষ।