Home Second Lead বিশাল শূন্যতা তৈরি হলো পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে: মির্জা ফখরুল

বিশাল শূন্যতা তৈরি হলো পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে: মির্জা ফখরুল

সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো।’

সকাল ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে অশ্রুসিক্ত চোখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ এবং ‘জাতীয় অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা কখনও ভাবিনি। আমরা আশা করছিলাম তিনি আগের মতোই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আজ ভোর ৬টায় আমাদের অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন।”

তিনি আরও যোগ করেন:“বাংলাদেশের রাজনীতিতে আজ এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনেও এটি একটি বড় ক্ষতি। যে নেত্রী সারা জীবন জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন, তাঁর এই ক্ষতি অপূরণীয়।”

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও সরকারের উদ্যোগ

বিএনপি মহাসচিব জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিএনপির নেতৃবৃন্দকে ফোন করে শোক প্রকাশ করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর শেষ বিদায় ও দাফন প্রক্রিয়া নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে মির্জা ফখরুল বলেন: সকাল ১০টা থেকে ১০:৩০ মিনিটের মধ্যে সরকারের একটি স্পেশাল ক্যাবিনেট মিটিং হওয়ার কথা রয়েছে। উক্ত মিটিংয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, জানাজা এবং দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সাথে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের শিক্ষা, নারী উন্নয়ন এবং অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।