মুম্বই: মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল। পরিবার সূত্রে খবর, গত ২৪ এপ্রিল মিশা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ২৫ এপ্রিল, মিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাবা-মায়ের তরফে দেওয়া এক আবেগঘন বিবৃতির মাধ্যমে।
মিশার অকালমৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্তব্ধ হয়ে গিয়েছেন তাঁর অগণিত অনুরাগী। অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না যে তাঁদের প্রিয় মিশা আর নেই।
পরিবারের তরফে ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, “ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আপনাদের সকলের প্রিয় মিশা আগরওয়াল আমাদের ছেড়ে চলে গিয়েছে। মিশাকে এবং ওর কাজকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বাবা-মা হিসেবে আমরা মিশার জন্য অত্যন্ত গর্বিত। অনুরোধ, আপনাদের প্রার্থনা ও স্মৃতিতে মিশাকে স্থান দিন।”
মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোনও সুস্পষ্ট তথ্য প্রকাশ পায়নি। ফলে তাঁর আকস্মিক প্রয়াণ ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
সোশ্যাল মিডিয়ায় মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল সাড়ে তিন লক্ষেরও বেশি। মূলত কমেডি ভিডিও বানাতেন মিশা, এবং তাঁর প্রায় প্রতিটি ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যেত। সহজাত হাস্যরস, প্রাণবন্ত উপস্থিতি আর অনন্য স্টাইলের জন্য অল্প সময়েই সোশ্যাল মিডিয়া দুনিয়ায় নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।
সবচেয়ে মর্মান্তিক বিষয়, শনিবার, ২৬ এপ্রিল ছিল মিশার ২৫তম জন্মদিন। বেঁচে থাকলে এই দিনেই জীবনের নতুন বছরে পা রাখতেন তিনি। জন্মদিনের প্রাক্কালে তাঁর জীবনাবসানে অনুরাগী থেকে সহকর্মী—সবাই শোকাহত।
মিশা আগরওয়ালের প্রয়াণ শুধু তাঁর পরিবার বা অনুরাগী নয়, গোটা ডিজিটাল দুনিয়ার জন্যও এক অপূরণীয় ক্ষতি।