Home আন্তর্জাতিক মেক্সিকোর ফাতিমা বোশের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

মেক্সিকোর ফাতিমা বোশের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

ফাতিমা বোশ

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডের ননথাবুরির প্যাক ক্রেট এলাকায় অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এ বছর বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বোশ। শুক্রবার রাতের জমকালো ফাইনালে তার নাম ঘোষণা হতেই পুরো হল উল্লাসে ফেটে পড়ে। বিচক্ষণ উত্তর, আত্মবিশ্বাসী উপস্থাপন এবং মঞ্চে স্বাভাবিক উপস্থিতির জন্য বিচারকদের কাছ থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি।

প্রতিযোগিতার এবারের মূল থিম ছিল The Power of Love। আয়োজকরা জানান, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শক্তিকে সামনে এনে নারীর সামর্থ্য ও নেতৃত্বকে তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।

ফাইনাল রাউন্ডে ফাতিমাকে করা প্রশ্ন ছিল নারীদের ক্ষমতায়ন নিয়ে। তিনি উত্তরে বলেন, যে নারী সাহস নিয়ে সামনে এগিয়ে যায় তিনিই ইতিহাস তৈরি করেন। তার এই উত্তর বিচারকদের পাশাপাশি দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া তোলে।

পুরো আয়োজনকে ঘিরে বিতর্কও ছিল। প্রতিযোগীরা অভিযোগ তুলেছিলেন বিচারকদের পরিবর্তন ও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে সূচি বিশৃঙ্খল হয়েছে। তবে আয়োজক কমিটি দাবি করেছে, সবকিছু নিয়ম মেনেই পরিচালিত হয়েছে।

ফাতিমার জয়ে উচ্ছ্বসিত মেক্সিকোর মানুষ। এর আগে দেশটি কয়েকবার মিস ইউনিভার্সের শিরোপা জিতলেও সাম্প্রতিক বছরগুলোতে এমন সাফল্য ধরা দেয়নি। তাই এই জয় নতুন উদ্দীপনা জাগিয়েছে দেশজুড়ে।

বিশ্বসুন্দরীর মুকুট পেয়ে আবেগাপ্লুত ফাতিমা বলেছেন, এই মুহূর্ত তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি জানান, সামনে নারীর শিক্ষা, নিরাপত্তা ও নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

বিশ্বমঞ্চে নতুন দায়িত্ব নিয়ে তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী এক বছরের সামাজিক ক্যাম্পেইন, আন্তর্জাতিক সফর এবং মানবিক উদ্যোগে যুক্ত হওয়ার জন্য।