Home কক্সবাজার কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া জুহায়ের আয়মানের মরদেহ উদ্ধার

কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া জুহায়ের আয়মানের মরদেহ উদ্ধার

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার:  সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামার পর নিখোঁজ হওয়া পর্যটক জুহায়ের আয়মানের (১৭) লাশ উদ্ধার হয়েছে। তিনি জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া সৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুহায়ের বগুড়া সদরের কাটনাপাড়া এলাকার মো. শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে। সম্প্রতি এসএসসি পরীক্ষা শেষ করে পরিবারের সঙ্গে ভ্রমণে এসেছিলেন তিনি।

সি-সেইফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মোহাম্মদ ওসমান জানান, রোববার বিকেল ৩টার দিকে তিনজন পর্যটক সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এসময় প্রবল স্রোতে তারা ভেসে গেলে লাইফগার্ড কর্মীরা দ্রুত রেসকিউ বোটের সহায়তায় দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজ হন জুহায়ের আয়মান। ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা রাত পর্যন্ত অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি।

সোমবার সকালে সমিতিপাড়া সৈকতে তার দেহ ভেসে ওঠে। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং তা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, “আমাদের প্রত্যাশা, সৈকতের সৌন্দর্য উপভোগ করে সবাই নিরাপদে ঘরে ফিরবেন। লাল পতাকা উত্তোলিত স্থানে গোসলে নামা বিপজ্জনক। আনন্দের জন্য এসে স্বজনের নিথর দেহ নিয়ে ফিরতে হোক, তা কোনোভাবেই কাম্য নয়।”