Home বিনোদন পর্দা এবং বাস্তব মিলেছে মৃত্যুঞ্জয়ের বিয়েতে

পর্দা এবং বাস্তব মিলেছে মৃত্যুঞ্জয়ের বিয়েতে

বিনোদন ডেস্ক: ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর খলনায়ক চিকিৎসক হিন্দোল মিত্র বা বাস্তব জীবনে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য একদম পর্দার মতো করে তার প্রেম ও বিয়ে জীবনেও চমক দেখালেন। ধারাবাহিকের গল্প অনুযায়ী হিন্দোলের সঙ্গে নায়িকা অপর্ণার আইনি বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু পর্দার গল্প বাস্তবে পুরোপুরি ঘটেনি। বাস্তবে মৃত্যুঞ্জয় তার প্রিয়জনকে নিয়ে এক প্রকার তড়িঘড়ি বিয়ে সেরে ফেলেছেন।

ভালোবাসা ও বাস্তব জীবনের গল্প
মৃত্যুঞ্জয় অপর্ণাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু নায়িকার মন জিততে হয় কতটা কঠিন তা পর্দার মতো বাস্তবেও দেখা গেছে। বিয়ের ঠিকদিন অপর্ণা আসর ছেড়ে চলে গিয়েছিলেন। এই শোক ভুলে যাননি মৃত্যুঞ্জয়। তিনি জানান, স্ত্রী দিদিমার অসুস্থতার কারণে তড়িঘড়ি আইনি বিয়ে সেরে ফেলতে হয়েছিল। আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান ডিসেম্বরে আয়োজন করা হবে।

অভিনয়ের বাইরেও মৃত্যুঞ্জয়ের পরিচয় আছে: তিনি পেশায় ইঞ্জিনিয়ার। কথাপ্রসঙ্গে তিনি নিজের জীবনের প্রেমের গল্পও শেয়ার করেছেন। মৃত্যুঞ্জয় জানান, “আমার স্ত্রী নেটপ্রভাবী। একদিন রাস্তায় শুটিং করছিল, প্রথম দেখাতেই প্রেমের অনুভূতি জাগে। আলাপ-পরিচয়ের পর আরও ভালো লাগা হয়। সেই অনুভূতি থেকেই এত বড় সিদ্ধান্ত।”

পর্দার সঙ্গে মিল
তিনি আরও জানিয়েছেন, ধারাবাহিকের চরিত্র হিন্দোল তথাকথিত খলনায়ক নয়, বরং নায়িকাকে গভীরভাবে ভালোবাসে এবং তাকে পাওয়ার জন্য সব করতে পারে। এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলা যে কোনো অভিনেতার জন্য কঠিন। রসিকতায় বলেছেন, “পর্দার সঙ্গে আরও একটি মিল আছে। বাস্তবের মতো পর্দাতেও আমার প্রথম বিয়ে দেখানো হচ্ছিল। এর আগে যত চরিত্রে অভিনয় করেছি, সবগুলোই আগেই বিবাহিত।”

মৃত্যুঞ্জয় কপট আক্ষেপও করেছেন—আশা করেছিলেন আনুষ্ঠানিক বিয়ের আগে আচার-অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন, কিন্তু সেই সুযোগ তার কপালে আসেনি।