আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তরাঞ্চলের গোরগান শহরের এক কারাগারে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড শনিবার সকালে কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে।
স্থানীয় বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়াবি জানান, “ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড আজ সকালে গোরগান শহরের কারাগারে কার্যকর করা হয়েছে।” সরকারি সংবাদ সংস্থা মিজান অনলাইনে এ বক্তব্য প্রকাশিত হয়েছে।
এই তিনজন একটি সংঘবদ্ধ ধর্ষণচক্রের সদস্য বলে দাবি করেছেন আসিয়াবি। তিনি বলেন, “তিনজন নারী ধর্ষণের অভিযোগ করলে চক্রটি দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।” তবে তিনি ঘটনার বিস্তারিত আর প্রকাশ করেননি।
ইরানে হত্যাকাণ্ড ও ধর্ষণের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ইরান বর্তমানে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে, চীনের পরেই।
দেশটিতে সাধারণত ভোরে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বেশিরভাগ ফাঁসি কারাগারে কার্যকর হলেও চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলে প্রকাশ্যে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হয়, যিনি এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। ওই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
মানবাধিকার সংগঠনগুলো বারবার ইরান সরকারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচারের ঘাটতির অভিযোগ তুলেছে। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, সমাজে অপরাধ দমন এবং নৈতিক মূল্যবোধ রক্ষার স্বার্থেই এসব শাস্তি দেওয়া হচ্ছে।
👉 আরও খবর জানতে ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম।