Home Third Lead মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মেঘনা আলম

ঢাকা: মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটক করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।আজ রবিবার এই আবেদনটি দায়ের করেন মেঘনা আলমের বাবা।

বিষয়টি নিশ্চিত করেছেন তার অন্যতম আইনজীবী কাজী জাহেদ ইকবাল জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হবে।

কাজী জাহেদ ইকবালের ভাষ্য, ‘মেঘনা আলমের বিরুদ্ধে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু বিশেষ ক্ষমতা আইনে কেন তাকে আটক করা হলো?’ তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয়েছে, অস্বচ্ছ ও অস্পষ্ট এক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এজন্যই এই আটকাদেশের বৈধতা আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি।’

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে মেঘনা আলমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের আগে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করছে। তাকে আটকের পরপরই প্রায় ১২ মিনিটের বেশি সময় চলা ওই লাইভ বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে তার ফেসবুক আইডি থেকে তা মুছে ফেলা হয়। তবে তার আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরদিন বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. সেফাতুল্লাহ মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন।