Home First Lead মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, “দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি।

রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করতে তৎপরতা চলমান রয়েছে।