Home বিনোদন সব লুকেই বাজিমাত, মৌনি রায় ফের মাত করলেন গ্ল্যাম লুকে

সব লুকেই বাজিমাত, মৌনি রায় ফের মাত করলেন গ্ল্যাম লুকে

মৌনি রায়

বিনোদন ডেস্ক: ট্র্যাডিশনাল সাজ হোক কিংবা বোল্ড অবতারে ফটোশুট—মৌনি রায় প্রতিটি লুকে যেন এক নতুন চমক। বলিউডের এই বঙ্গতনয়া অভিনেত্রী বারবার প্রমাণ করেছেন, স্টাইল আর সৌন্দর্য মিলিয়ে তিনি গ্ল্যামার দুনিয়ার অনন্য এক নাম।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একাধিক নতুন ফটোশুটের ছবি। কোথাও তিনি ধরা দিয়েছেন সাবেকি লাল শাড়িতে, কপালে টিপ আর হাতে চুড়ি—যেন বাংলা সিনেমার এক আদর্শ চরিত্র। আবার অন্য ছবিতে তিনি হাজির হয়েছেন ওয়েস্টার্ন বোল্ড লুকে, স্মার্ট পোশাকে আত্মবিশ্বাসে ভরপুর এক আধুনিক নারী হয়ে। দুই ধরনের লুকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

মৌনির এই স্টাইল ভিন্নতা ও আত্মপ্রকাশের সাহসী ভঙ্গিমা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে তার পোস্টে লাইক আর মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, ‘বিউটি উইথ ব্রেন’, কেউ আবার বলেছেন, ‘ইন্ডিয়ান ফ্যাশনের কুইন’। অনেকেই বলছেন, মৌনি রায় এখন শুধুই অভিনেত্রী নন, ফ্যাশন আইকন হিসেবেও প্রতিষ্ঠিত।

টেলিভিশন সিরিয়াল ‘নাগিন’ থেকে বলিউডে তার যাত্রা শুরু হলেও, তিনি ধীরে ধীরে নিজেকে পরিণত করেছেন বড় পর্দার একজন গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে। শুধু অভিনয় নয়, গানের ভিডিও থেকে শুরু করে ফ্যাশন শো—প্রতিটি ক্ষেত্রেই তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

বর্তমানে মৌনি বেশ কয়েকটি বড় প্রজেক্টে কাজ করছেন বলে জানা গেছে। পাশাপাশি মডেলিং ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তার চাহিদা বেড়েই চলেছে।

মৌনি রায়ের এই জনপ্রিয়তা আবারও প্রমাণ করে, লুক যেমনই হোক—যদি আত্মবিশ্বাস আর নিজস্বতা থাকে, তবে সেখানেই লুকিয়ে থাকে সৌন্দর্যের আসল রহস্য।