আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুনান প্রদেশে বিরল এক বাগদান অনুষ্ঠান ঘিরে হইচই পড়েছে সামাজিক মাধ্যমে। একই দিনে যমজ বোন এবং যমজ ভাইয়ের বাগদান সম্পন্ন হয়। দেখতে প্রায় অভিন্ন দুই জোড়া দম্পতির ভিডিও ফুটেজ ডৌইনে (চীনের টিকটক সংস্করণ) প্রকাশিত হতেই চার মিলিয়নেরও বেশি মানুষ তা উপভোগ করেছেন।
প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি হুনান প্রদেশে এই বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একইরকম পোশাকে সেজে ওঠেন দুই জোড়া দম্পতি। দৃশ্যটি দেখে দর্শকরা বিস্মিত ও মুগ্ধ হয়েছেন।
এই চারজনকে পরিচয় করিয়ে দেন তাঁদের আত্মীয় লিউ, যিনি ২২ বছর বয়সী যমজ ভাইদের ভগ্নিপতি এবং ১৮ বছর বয়সী যমজ বোনদের গডমাদার। তিনি জানান, গত বছর ফেব্রুয়ারিতে তাঁদের প্রথম পরিচয় হয়। পরিচয়ের কিছুদিনের মধ্যেই বড় বোন বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান, আর ছোট বোন পরে ছোট ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
বোনেরা হুনান প্রদেশেই থাকতেন, আর ভাইরা কাজ করতেন ঝেজিয়াং প্রদেশে। একে অপরের সঙ্গে সময় কাটাতে গিয়ে তাঁদের সম্পর্ক গভীর হয়। ভাইরা বোনদের প্রতি যত্নশীল ছিলেন বলেই শেষমেশ তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।
লিউ মন্তব্য করেছেন, ‘‘এ যেন নিয়তির টান। খুবই বিরল ঘটনা—যেখানে যমজ বোনেরা যমজ ভাইদের প্রেমে পড়ে বিয়ে করতে যাচ্ছেন।’’ তিনি আরও বলেন, দুই পরিবারেরই এতে সম্মতি রয়েছে। তবে কনের বাবা-মা কিছুটা মন খারাপ করেছেন, কারণ একইসঙ্গে তাঁদের দুই মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে।
চীনে প্রচলিত প্রথা অনুযায়ী, মেয়েরা বিবাহের মাধ্যমে পুরুষের পরিবারে যোগ দেন। তবে আধুনিক সমাজে সমতা ও নতুন দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই এসব প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসছেন।
যমজ ভাইদের একজন জানান, ‘‘আমরা চারজন একসঙ্গে সত্যিই সুখী।’’ পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর বা এ বছরের শেষেই তাঁদের বিয়ে হবে। কারণ, কনে দুই বোনের বয়স এখনো ২০ হয়নি, যা চীনে নারীদের বিয়ের জন্য ন্যূনতম আইনগত বয়স।
স্থানীয় সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর এক কর্মকর্তা জানান, বাগদান অনুষ্ঠানের কোনও আইনি বৈধতা নেই। তবে ২০ বছরের নিচে হলেও বাগদান করা যেতে পারে। আইনি বৈধতার জন্য কনের বয়স ২০ হতে হবে।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। একজন মন্তব্য করেছেন, ‘‘এত অল্প বয়সে তারা কি আদৌ জানে ভালোবাসা কী?’’ আবার অন্য এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘‘ওরা একসঙ্গে কোথাও গেলে আত্মীয়রাও বিভ্রান্ত হয়ে যাবে!’’