বিনোদন ডেস্ক:
টলিউডের অন্যতম আলোচিত প্রেমজুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, তবে এবার সামাজিক মাধ্যমের একটি ঘটনা সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। যশ দাশগুপ্ত সম্প্রতি নুসরত জাহানকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন। একসময় যাদের একসঙ্গে প্রায় প্রতিটি মুহূর্ত কাটাতে দেখা যেত, তাদের এমন দূরত্ব অনেকের মনেই প্রশ্ন তুলে দিয়েছে তবে কি ভেঙে গেল এই সম্পর্ক?
টালিগঞ্জের ঘনিষ্ঠ মহলের সূত্র জানায়, যশ ও নুসরত গত বছর থেকেই আলাদা থাকছেন। তারা যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে একে অপরের সঙ্গে সামাজিক যোগাযোগ, ছবি বা পারিবারিক উৎসবে উপস্থিতি অনেকটাই কমে গেছে। এমনকি নুসরতের ছেলের জন্মদিনেও যশ ছিলেন না বলে জানা যায়।
উল্লেখ্য, নুসরত জাহান ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে করেছিলেন। কিন্তু পরে তিনি জানান, সেই বিয়ে ভারতে বৈধ নয়। এরপর যশ দাশগুপ্তর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের ৪ ডিসেম্বর তারা গোপনে বিয়ে করেছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এমনকি তাদের ঘর আলো করে আসে একটি পুত্রসন্তানও। তবে সে সময়েও সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা।
সম্প্রতি যশ দাশগুপ্তকে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে বলে বেশ কয়েকটি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। সেই খবরে নুসরতের সঙ্গে দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে নুসরত নিজেও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সামাজিক মাধ্যমে নিজস্ব ছবি ও কাজ সম্পর্কিত পোস্টেই সীমাবদ্ধ থাকছেন তিনি।
যশ ও নুসরত একসঙ্গে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলে ‘সেন্টিমেন্টাল’ নামের একটি ছবি নির্মাণ করেছেন। তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কি তাদের পেশাগত সম্পর্কেও ছায়া ফেলবে তা নিয়েও আলোচনা চলছে। এদিকে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেননি, তবে এমন কার্যকলাপ দেখে অনুরাগীরা ধরেই নিচ্ছেন এই সম্পর্কের ইতি ঘটতে চলেছে।
টলিউডের এই জুটির প্রেম, বিয়ে, সন্তান জন্ম ও বর্তমানে আলাদা থাকা সবকিছুই যেন এক চলচ্চিত্রের চিত্রনাট্যকেই মনে করিয়ে দেয়। প্রেমের শুরু যেমন জাঁকজমকপূর্ণ ছিল, তার শেষটা কি তবে নিঃশব্দে, একাকীত্বে?
📢 আরও জানতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।
🎬 টলিউডের প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের আলো-আঁধারি—সব খবর এক জায়গায়।
📰 আপনার মতামত দিন—যশ-নুসরতের বিচ্ছেদ কি অবশ্যম্ভাবী ছিল?