বিনোদন ডেস্ক:
টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের ঘনিষ্ঠতা নিয়ে বহুদিন ধরেই চর্চা। তবে সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে টলিউড অন্দরে। দিন কয়েক ধরে তাঁরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছেন কি না, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। অনুরাগীদের কৌতূহল, সত্যিই কি ‘আড়ি’ হয়েছে যশ-নুসরতের?
সম্প্রতি নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক জীবনদর্শনমূলক পোস্ট চোখে পড়েছে। তার মধ্যে একটি পোস্টে উঠে এসেছে গীতার শ্লোক ‘সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ।’ নিচে লেখা, ‘যা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে সেখানে সমর্পণ করো। এটা জীবনে শান্তি আর স্বাধীনতা এনে দেয়।’ অনেকে মনে করছেন, এটি যেন তাঁর মনোভঙ্গির ইঙ্গিত দিচ্ছে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে নুসরত পরিবারের সদস্যদের নিয়ে দার্জিলিং ঘুরতে গিয়েছেন। অন্যদিকে, যশও একাই বেড়াতে গিয়েছেন বলে খবর। দু’জনের ছুটি কাটানোর ছবি এসেছে ইনস্টাগ্রামে, কিন্তু সেগুলোতে নেই একে অপরের উপস্থিতি। তাছাড়া দু’জনে নাকি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন বলেও দাবি করেছে একাংশ।
সব মিলিয়ে গুঞ্জন ছড়ায়, সম্পর্কে ফাটল ধরেছে। তবে এই জল্পনার জবাব দিয়েছেন যশ দাশগুপ্ত নিজেই। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘সবটাই গুজব। আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি।’’ ইনস্টাগ্রামে নুসরতকে ‘আনফলো’ করার প্রসঙ্গে অভিনেতার দাবি, ‘‘এটি প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে। কেন ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।’’
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়া টিম কাজ করছে। এদিকে, জল্পনার মধ্যেই দেখা গেছে, তাঁরা একে অপরের ছুটি কাটানোর ছবিতে ‘লাইক’ করছেন।
তবে একাধিক জীবনদর্শনমূলক স্টোরি, ইনস্টাগ্রামে আনফলো ও আলাদা ঘুরতে যাওয়ার মতো তথ্যকে কেন্দ্র করে টলিপাড়ায় যে নতুন জল্পনার ঢেউ উঠেছে, তা বলাই বাহুল্য। আপাতত যশ-নুসরত নিজেরা মুখে যা-ই বলুন, তাঁদের অনুরাগীদের মধ্যে সংশয় কিন্তু কাটছে না।
পাঠকদের প্রশ্ন:
আপনার মতে, তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ার বিচার কতটা যৌক্তিক? মতামত জানান নিচে মন্তব্য করে।