বিনোদন ডেস্ক:
বলিউডে আবারও উঁকি দিচ্ছে একটি নতুন মুখ, এক নতুন সম্ভাবনা। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার যশরাজ ফিল্মসের ব্যানারে অভিষেক হতে চলেছে পাণ্ডে পরিবারের সদস্য অহন পাণ্ডের। অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইপো অহন, যিনি ছোটবেলা থেকেই ক্যামেরা ও আলো-আধারির মধ্যে বড় হয়েছেন, এবার নামছেন বলিউডের মূল মঞ্চে।
পরিচালক মোহিত সুরি, যাঁকে রোমান্টিক ছবির জাদুকর বলেই জানেন অনেকে, তাঁর পরবর্তী ছবি সাইয়ারার জন্য বেছে নিয়েছেন অহনকে। ছবিতে অহনের বিপরীতে রয়েছেন নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা, যিনি এর আগে বিগ গার্লস ডোন্ট ক্রাই ছবিতে নজর কেড়েছিলেন। এবার প্রথমবার তাঁকে দেখা যাবে রোমান্টিক নায়িকার ভূমিকায় এবং সেই সঙ্গে বলিউডে শুরু হচ্ছে তাঁরও নতুন এক অধ্যায়।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সাইয়ারার টিজার। টিজারের ক্ষণিক ঝলকে অহন ও অনিতের উপস্থিতি দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে। তাঁদের রসায়ন দেখে অনেকেই বলছেন, এই প্রজন্মের আরও এক নতুন রোমান্টিক জুটি পেতে চলেছে বলিউড।
১৮ জুলাই মুক্তি পেতে চলেছে সাইয়ারা। সেই দিন থেকেই শুরু হবে অহনের বাস্তব যাত্রা, যেখানে তাঁকে বিচার করবে দর্শকের ভালোবাসা ও বক্স অফিসের পরিসংখ্যান।
স্বজনপোষণের তর্ক বারবার বলিউডে উঠে এলেও প্রতিভা ও পরিশ্রমই শেষ কথা এই কথাই যেন প্রমাণ করতে নামছেন অহন পাণ্ডে। এখন দেখার, এই নতুন মুখ কতটা আলোড়ন তুলতে পারে রুপালি পর্দায়।