Home রাজনীতি মাদক কারবারের নিয়ন্ত্রন নিয়ে যুবদলের গোষ্ঠিদ্বন্দ্বে যুবকের প্রাণহানি

মাদক কারবারের নিয়ন্ত্রন নিয়ে যুবদলের গোষ্ঠিদ্বন্দ্বে যুবকের প্রাণহানি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কিশোরগঞ্জ:কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় মাদকের অবৈধ কারবার নিয়ন্ত্রণ ও রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত ৫ আগস্ট থেকে বিরোধটি তীব্র রূপ নিয়েছিল। শুক্রবার (২২ আগস্ট) সকালেই বৌলাই বাজারের কাছে রাজকুন্তি এলাকায় উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় রাজন গ্রুপের সমর্থক ইমরানুল হক হিমেল (২৪/৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে হিমেলের ভাই রাজীব মিয়াও রয়েছেন।

নিহতের সমর্থকরা সংঘর্ষের পর বৌলাই এলাকায় কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের রাস্তায় আটকায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অভিযানে ৮ জনকে আটক করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিহতসহ সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই শুক্রবারের রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছে। হিমেলের মৃত্যু এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি করেছে।