বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর রঙ্গম কনভেনশন হলের পাশে নয়তলা একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ভবনের ওপরতলায় কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত তিন শ্রমিক নিচে পড়ে যান। এতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন-নোয়াখালী জেলার চরজব্বর ইউনিয়নের চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, চর নাঙ্গলিয়া এলাকার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ। তারা সবাই ওই ভবনের নির্মাণকাজে নিযুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে ভবনের বিভিন্ন তলায় শ্রমিকদের কাজ করতে দেখা যায়। হঠাৎ তিনজন একসঙ্গে পড়ে যান। নির্মাণস্থলে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম জানান, “নিহতদের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক জানান, “তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পর থেকে নির্মাণস্থলে আতঙ্ক বিরাজ করছে। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সংশ্লিষ্টদের দাবি, ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই মৃত্যুগুলো ঘটেছে।