Home খেলাধুলা রশিদ খান শুধু একজন পরিচিত বন্ধু” – আনায়া খান

রশিদ খান শুধু একজন পরিচিত বন্ধু” – আনায়া খান

রশিদ খান – আনায়া খান

বিনোদন ডেস্ক:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনায়া খান সম্প্রতি এক টক শোতে আফগান ক্রিকেটার রশিদ খানের সঙ্গে নিজের অনলাইন কথোপকথন নিয়ে মুখ খুলেছেন। অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন, তাদের মধ্যে কোনো রোমান্স নেই, এবং কখনোই রশিদ খান এমন কিছু প্রস্তাব দেননি।

অনুষ্ঠানে আনায়া জানান, একটি পরিচিত বন্ধুর মাধ্যমে স্ন্যাপচ্যাটে রশিদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে মাঝে মাঝে শুভেচ্ছা ও সৌজন্যমূলক কথাবার্তা হয়। “রশিদ আগেই বিবাহিত। আমরা শুধু ম্যাচ জয়ের পর শুভেচ্ছা বিনিময় করি,” বলেন তিনি।

আইডিয়াল পুরুষ সম্পর্কে জানতে চাইলে আনায়া বলেন, “আমার পছন্দ লম্বা, ভদ্র আর কম কথা বলা পুরুষ। যারা বেশি কথা বলে, তারা আমার একেবারেই অপছন্দ।”

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। তার ভাষায়, “আমি ইনস্টাগ্রামে ছেলেদের কমেন্ট পড়ি না, কারণ অনেকেই মেয়েদের নামে ভুয়া প্রোফাইল ব্যবহার করে। আমি শুধু মেয়েদের কমেন্ট দেখি। আমার কাজিনরা আমাকে আসল-নকল চিনিয়ে দেয়।”

তিনি জানান, অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দেয়, কেউ কেউ তো সোশ্যাল মিডিয়াতেই তাকে নিজের স্ত্রী দাবি করে বসে। তবে আনায়া স্পষ্ট করেন, “আমি এখন সিঙ্গেল, এবং বেশ খুশি। বিয়ে আমার অগ্রাধিকার নয়।”

অভিনয় জগতের প্রিয় শিল্পীদের নাম জানতে চাইলে তিনি বলেন, মেকাল জুলফিকার ও ফিরোজ খান তার খুব পছন্দের অভিনেতা।