Home আন্তর্জাতিক জনস্রোতে নবম থেকে দ্বিতীয় স্থানে ঢাকা: ২০৫০ সালে হবে বিশ্বের বৃহত্তম মহানগরী

জনস্রোতে নবম থেকে দ্বিতীয় স্থানে ঢাকা: ২০৫০ সালে হবে বিশ্বের বৃহত্তম মহানগরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি বৃদ্ধির গতি এখন আর কেবল পরিসংখ্যানের বিষয় নয়, বরং এটি এক বিস্ময়কর বাস্তবে রূপ নিয়েছে। মানুষের চলাচল, কর্মচাঞ্চল্য এবং ঘনবসতির বিচারে বিশ্বের বাঘা বাঘা মেগাসিটিকে পেছনে ফেলে ঢাকা এখন তালিকার দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। একসময়ের নবম বৃহত্তম এই শহরটি যদি তার বর্তমান বৃদ্ধির ধারা অব্যাহত রাখে, তবে ২০৫০ সাল নাগাদ ঢাকা হবে বিশ্বের সবচেয়ে বড় শহর

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (UN DESA)-এর ‘ওয়ার্ল্ড আরবানিজেশন প্রসপেক্টস ২০২৫’ (WUP 2025) প্রতিবেদনে ঢাকার এই নাটকীয় উত্থানের চিত্র উঠে এসেছে।

নবম থেকে দ্বিতীয়: অবিশ্বাস্য উল্লম্ফন
বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের চলাচল ও জনঘনত্ব অত্যধিক বেশি। এই ‘হিউম্যান মুভমেন্ট’ বা মানুষের চলাচলের আধিক্য এবং দ্রুত শহুরে বিস্তারের ফলে ঢাকা বৈশ্বিক র‍্যাংকিংয়ে বড় ধরনের লাফ দিয়েছে। কয়েক বছর আগেও শীর্ষ মেগাসিটিগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল নবম। কিন্তু ২০২৫ সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, জনসংখ্যা ও পরিধির বিচারে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‘আরবান অ্যাগ্লোমারেশন’ বা জঞ্জালপূর্ণ নগরী।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ঢাকার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ (৩৬.৬ মিলিয়ন)

২০৫০ সালের ভবিষ্যৎবাণী: বিশ্বের ১ নম্বর শহর
জাতিসংঘের প্রতিবেদনে ঢাকার ভবিষ্যৎ নিয়ে যে প্রক্ষেপণ করা হয়েছে, তা একই সঙ্গে গর্বের এবং শঙ্কার। বর্তমান নগরায়নের হার বিশ্লেষণ করে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের অন্য সব মেগাসিটিকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ, তখন জনসংখ্যার বিচারে ঢাকাই হবে পৃথিবীর বৃহত্তম মহানগরী।

বিশ্ব পরিস্থিতির সারাংশ
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে:

২০২৫ সালে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮২০ কোটিতে (৮.২ বিলিয়ন)।

এর মধ্যে ৪৫ শতাংশ মানুষই এখন শহরে বসবাস করছে।

১৯৭৫ সালে বিশ্বে ১ কোটির বেশি মানুষের শহর (মেগাসিটি) ছিল মাত্র ৮টি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৩টিতে। এর মধ্যে ঢাকার অবস্থান একেবারে প্রথম সারিতে।

বিশেষজ্ঞ মতামত
নগর পরিকল্পনাবিদদের মতে, নবম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা প্রমাণ করে যে, ঢাকায় গ্রামীণ মানুষের অভিবাসন এবং শহরের ভৌত সীমানা বৃদ্ধির হার কতটা তীব্র। বিশ্বের সবচেয়ে বড় শহর হওয়ার পথে এগিয়ে যাওয়া ঢাকার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই বিশাল জনগোষ্ঠীর জন্য বাসযোগ্য পরিবেশ, পরিবহন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা। এখনই দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা না নিলে ২০৫০ সালে এই ‘বিশ্বসেরা’র তকমাটি ঢাকার জন্য বড় বিপর্যয়ের কারণ হতে পারে।