মোঃ গোলাপ মিয়া, আদিতমারী ( লালমনিরহাট): আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে ঘটেছে এক বিভীষিকাময় ঘটনা। পাবনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, তার ছেলে বড় কমলাবাড়ী দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক মো. রাফিউল বাড়ী সবুজ এবং মেয়ে ইতি খাতুনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় বিএনপি-সংপৃক্ত ক্যাডার জহুরুল ইসলাম ও তার সহযোগীরা।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক দ্রুত তিনজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন, রক্তে ভেজা পোশাক সাক্ষ্য দিচ্ছিল নির্মমতার।
ঘটনার পর প্রধান শিক্ষকের স্ত্রী রওশন আরা বেগম বাদী হয়ে জহুরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, ৬ নভেম্বর পাবনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ উপলক্ষে পিকনিকের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই জহুরুল ইসলাম ২০টি খাবারের প্যাকেট নিয়ে যায়, তার সঙ্গে থাকা দুলাল, জাহিদুল ও সাইফুল আরও ১৫টি প্যাকেট জোরপূর্বক নেয়।
এই অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষক আবু সাঈদ ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করলে খবর পেয়ে জহুরুল ইসলাম ও তার দলীয় সহযোগীরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক, তার ছেলে ও মেয়েকে নির্মমভাবে মারধর করে। স্থানীয়দের ভাষায়, “যেন স্কুলে নয়, রাজনৈতিক প্রতিহিংসার রণক্ষেত্র তৈরি হয়েছিল।”
আহত প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন, “আমি শুধু বলেছিলাম, অভিভাবকদের খাওয়া না হলে খাবার দেওয়া যাবে না। এতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার সন্তানদের ওপর হামলা চালায়।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষককে মারধর করা মানে শিক্ষার মর্যাদায় আঘাত হানা। শিক্ষকদের নিরাপত্তা না থাকলে সমাজের বোধবুদ্ধি ও নৈতিকতা কোথায় দাঁড়াবে—সে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর জানিয়েছেন, “প্রধান শিক্ষকের স্ত্রী লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ হামলা শুধু একজন শিক্ষক বা তার পরিবারের ওপর নয়—এটি সমাজের বিবেকের ওপর আঘাত। রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা এই দাপট ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্তাক্ত সংঘাতের নতুন ক্ষেত্র হয়ে উঠবে।










