Home নির্বাচন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে জয়ী দম্পতি

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে জয়ী দম্পতি

রায়হান উদ্দিন ও উম্মে সালমা।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী রায়হান উদ্দিন ও উম্মে সালমা। তারা স্বামী-স্ত্রী এবং দুজনেই এবার নির্বাচনে জয়ী হয়েছেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী এই দম্পতির মধ্যে রায়হান উদ্দিন ২০১৮-১৯ সেশনের, আর উম্মে সালমা ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রায়হান উদ্দিন ৫ হাজার ৮২ ভোট পেয়ে কেন্দ্রীয় সদস্য পদে জয়লাভ করেন।

এই জয়কে ক্যাম্পাস রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে, কারণ একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিজয় পাওয়া এর আগে ডাকসু নির্বাচনের ইতিহাসে খুব একটা দেখা যায়নি।