বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি ও সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়ার জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। মঙ্গলবার (১২ আগস্ট) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক হকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
এর আগে গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান আকবর এবং ১০ আগস্ট সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। তবে মুক্তির দুদিন পরই আকবর দেশ ছেড়ে পালিয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সিলেটে। যদিও নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করা যায়নি।

পরিবারের উদ্বেগ
বুধবার (১৩ আগস্ট) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত রায়হানের মা সালমা বেগম জানান, মামলার ৬ আসামির মধ্যে বর্তমানে ৫ জনই জামিনে মুক্ত। এতে তারা ও মামলার সাক্ষীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন। “প্রভাবশালী আসামিদের মুক্তি পেলে বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার শঙ্কা থাকে,” বলেছেন সালমা বেগম।
ঘটনার পটভূমি
২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে চাঁদার দাবিতে এসআই আকবরের নেতৃত্বে রায়হান আহমদকে আটক করে নির্যাতন চালানো হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে দায়ের হওয়া মামলার তদন্তে পুলিশের অপরাধ প্রমাণিত হয়। এ ঘটনায় এসআই আকবরসহ ৪ জনকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার হন আকবর। ২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে, যেখানে আকবরকে প্রধান আসামি করা হয়।
জামিনের ক্রমপঞ্জি
- ১৭ এপ্রিল ২০২৪: আসামি হারুনুর রশিদ জামিন পান
- ২০ মে ২০২৪: আসামি টিটু চন্দ দাস জামিন পান
- ১২ জুন ২০২৪: আসামি হাসান উদ্দিন জামিন পান
- ১০ আগস্ট ২০২৪: প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিন পান
- পলাতক: ৬ নম্বর আসামি নোমান শুরু থেকেই পলাতক
পালিয়ে যাওয়ার অভিযোগ
রাষ্ট্রপক্ষ আকবরের জামিনের বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর আকবর ভারতে পালিয়ে গেছেন।
দ্রুত বিচারের দাবি
রায়হানের মা সালমা বেগম মানববন্ধনের ডাক দিয়ে বলেন—“দ্রুত বিচার কার্য সম্পন্ন করে খুনিদের মৃত্যুদণ্ড ও পলাতক আসামিকে গ্রেফতার করতে হবে।”
এ দাবিতে আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি ন্যায়বিচারের আন্দোলনে পাশে থাকার অনুরোধ জানান।