Home Third Lead মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৮ জন। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “এখানে একটি রাসায়নিকের গোডাউন ছিল। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। এটি কোনো সাধারণ আগুন নয়। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দগ্ধ ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, একই ভবনে দুটি স্থাপনায় আগুন লাগে—একটি তৈরি পোশাক কারখানা ও অন্যটি রাসায়নিকের গুদাম। সাততলা ভবনের চারতলায় পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে। রাসায়নিক গুদামটিতে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, ও হাইড্রোজেন পার অক্সাইডসহ দাহ্য পদার্থ ছিল, যা আগুন নিয়ন্ত্রণে জটিলতা সৃষ্টি করে।

অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।