Home Second Lead রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতার ট্রেন অবরোধ

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতার ট্রেন অবরোধ

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে চারজন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রামুর ধলির ছড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার যাত্রীরা প্রাণ হারান। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামুর রশিদনগর থেকে ভারুয়াখালীর দিকে যাচ্ছিল সিএনজিটি। কক্সবাজার বাইপাস সংলগ্ন রেলক্রসিং অতিক্রমের সময় হঠাৎ দ্রুতগতির ট্রেনটির নিচে পড়ে যায় অটোরিকশাটি। ট্রেনটি সিএনজিকে এক কিলোমিটার দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে অটোরিকশার সব যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর রেল লাইনের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মরদেহগুলো।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, “আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।”

এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা সেটি আটকে দেয়। বিক্ষুব্ধরা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেন না ছাড়ার ঘোষণা দেয়। ফলে বেশ কিছু সময় ধরে ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

স্থানীয়দের অভিযোগ, ধলির ছড়া রেলক্রসিংয়ে কোনো গেট বা সংকেত ব্যবস্থা না থাকায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত নিরাপদ রেলক্রসিং স্থাপনের দাবি জানিয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।