বিনোদন ডেস্ক: হলিউড তারকা লিন্ডসে লোহান আবারও বড় পর্দায় ফিরছেন বহুল প্রতীক্ষিত ছবি ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ নিয়ে, যা মুক্তি পাচ্ছে আগামীকাল ৮ আগস্ট। ২০০৩ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ফ্রিকি ফ্রাইডে’র এই সিক্যুয়েলে লোহান তার পুরোনো চরিত্র আনা কোলম্যান হিসেবেই ফিরে আসছেন, তবে এবার তিনি নিজেই একজন মা।
নতুন কাহিনিতে আনার কিশোরী মেয়ে হার্পার (অভিনয়ে জুলিয়া বাটারস)-এর সঙ্গে আবারও শরীর অদলবদল হয়। একই সঙ্গে আনার মা টেস (জেমি লি কার্টিস) এবার শরীর বদল করেন হার্পারের সৎবোন লিলির (সোফিয়া হ্যামন্স) সঙ্গে। আনার বাগদত্ত এরিকের চরিত্রে থাকছেন মানি জাসিন্টো।
সম্প্রতি টেলর সুইফটের “You Belong with Me” গান ব্যবহার করে একটি ভিডিও ক্লিপে লোহানকে দেখা যায় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে। ভিডিওটির উপরে লেখা ছিল, “ধন্যবাদ, আমি এখন স্যুটকেসে জীবন কাটাচ্ছি, প্রতিটি টাইমজোনে হিল পরে ঘুরছি, আর সিনেমার জাদু তৈরি করছি। আগের মতোই, তবে এবার আরও ভালো।”
এই ছবির পাশাপাশি লোহান এখন হুলু’র জন্য একটি নতুন নাটকধর্মী সিরিজ Count My Lies-এও কাজ করছেন, যেখানে তিনি শুধু অভিনয়ই করছেন না, বরং নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন। সেখানে তিনি অভিনয় করছেন স্লোয়ান ক্যারাওয়ে নামের এক নারী চরিত্রে, যে প্রতারণা করে এক দম্পতির ঘরে ‘ন্যানি’ হিসেবে ঢুকে পড়ে।
লিন্ডসে লোহান বর্তমানে বসবাস করছেন দুবাই ও যুক্তরাষ্ট্রে, তার স্বামী বাদার শামাস এবং দুই বছর বয়সী ছেলে লুয়াই-কে নিয়ে। ২০২৩ সালে অল্যুর ম্যাগাজিনকে তিনি বলেন, “দুবাই আমাকে নিজের মতো করে চিন্তা করার জায়গা দেয়।”
‘লাইভ উইথ কেলি অ্যান্ড মার্ক’ অনুষ্ঠানে তিনি জানান, দুবাইতে নিজেকে “খুব নিরাপদ” মনে হয় তার, কারণ সেখানে পাপারাজ্জিদের কার্যক্রম আইনসম্মত নয়।
নতুন চলচ্চিত্র ও সিরিজের মাধ্যমে ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে আসছেন লোহান। বহু বছর পর আবারও তাকে বড় পর্দায় দেখা যাবে — তবে এবার তিনি শুধু নায়িকা নন, বরং একজন দায়িত্বশীল মা ও পরিণত অভিনেত্রী।