Home Second Lead চীনের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ২২ জনের মৃত্যু

চীনের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ২২ জনের মৃত্যু

ছবি এক্স।

বিজেনসটুডে২৪ ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে একটি বহুতল ভবনের রেস্তোরাঁয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা লোকজনের নিরাপদে বেরিয়ে আসার সময় কম ছিল। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তবে আগুনের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। চীনা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

চীনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে, যা সাধারণত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, কর্মীদের প্রশিক্ষণের অভাব এবং দুর্নীতির কারণে ঘটে থাকে। এই দুর্ঘটনাটি চীনের শিল্প অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার আরেকটি উদাহরণ।