Home সারাদেশ শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব হারালেন বৃদ্ধ শহিদুল্লাহ

শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব হারালেন বৃদ্ধ শহিদুল্লাহ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নোয়াখালী: নিরীহ বৃদ্ধ শহিদুল্লাহ ধনু কোরবানির পশু কেনার জন্য ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। কিন্তু সেই টাকাই তাঁর সর্বনাশ ডেকে আনল। প্রকাশ্য দিনে, শত লোকচক্ষুর সামনে, এক চক্র হ্যান্ডশেকের মাধ্যমে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে কৌশলে তাঁর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

বুধবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকার অয়েল মিলের সামনে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ভুক্তভোগী শহিদুল্লাহ চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসমাইল পন্ডিত বাড়ির বাসিন্দা।

তিনি জানান, ইসলামী ব্যাংক বসুরহাট শাখা থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে হঠাৎ এক অপরিচিত ব্যক্তি এসে সালাম দিয়ে তাঁর সঙ্গে হ্যান্ডশেক করে। পরে নিজেকে প্রবাসে থাকা তাঁর ছেলেদের পরিচিত বলে দাবি করে। কথার একপর্যায়ে বসুরহাট জিরো পয়েন্ট পর্যন্ত তাঁকে নিয়ে যায় লোকটি। এরপর কী ঘটল, কিছুই মনে নেই শহিদুল্লাহর। জ্ঞান ফিরে আসে ২০ মিনিট পর, যখন টের পান যে তাঁর সঙ্গে থাকা নগদ টাকাগুলো নেই।
কী এই ‘শয়তানের নিঃশ্বাস’?

বিশ্বজুড়ে ভয়ংকরভাবে ব্যবহৃত এই রাসায়নিকের নাম স্কোপোলামিন। এটিকে ইংরেজিতে ডাকা হয় “Devil’s Breath” বা ‘শয়তানের নিঃশ্বাস’। এটি মূলত একধরনের নারকোটিক, যা শরীরে প্রবেশ করলে মুহূর্তেই ব্যক্তি নিজের জ্ঞান, নিয়ন্ত্রণ ও বিচারক্ষমতা হারিয়ে ফেলে। অপরাধীরা সাধারণত হ্যান্ডশেক, গায়ে কিছু লাগিয়ে দেওয়া কিংবা মুখের কাছে ফুঁ দিয়ে এটি প্রয়োগ করে।

এই রাসায়নিক ব্যবহারের পর ভুক্তভোগীকে যা বলা হয়, সে তাই করে—এমনকি নিজের বাড়ির চাবি, এটিএম পিন, কিংবা টাকাও দিয়ে দেয় তবুও কোনো কিছু মনে থাকে না।

প্রশাসনের বক্তব্য

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। সাধারণত এ ধরনের অপরাধচক্র অন্য এলাকা থেকে এসে হঠাৎ করে অপারেশন চালিয়ে চলে যায়। তবে আমরা চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।”

সতর্কতার আহ্বান

  • অপরিচিত কেউ হ্যান্ডশেক করতে চাইলে সাবধান হোন।
  • কারও মুখোমুখি ফুঁ দেওয়া, পকেটে কাগজ বা কিছু ঢুকিয়ে দেওয়া—এসব আচরণ সন্দেহজনক মনে হলে দ্রুত স্থান ত্যাগ করুন।
  • ব্যাংক থেকে টাকা তুলে বের হলে কাউকে কিছু জানাবেন না এবং সরাসরি বাসায় চলে যান।

এই ‘শয়তানের নিঃশ্বাস’ ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বহু দেশে অপরাধের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। এখন বাংলাদেশেও এর উপস্থিতি নতুন আতঙ্ক তৈরি করছে।

📢 আপনার চারপাশে এমন কোনো ঘটনা ঘটেছে? সাবধান থাকুন, সচেতন করুন!
👍 লাইক দিন প্রতিবেদনটি যদি এটি আপনাকে সতর্ক করেছে।
🔁 শেয়ার করুন, যেন আপনার বন্ধুবান্ধব ও পরিবারও জানে ‘শয়তানের নিঃশ্বাস’ কতটা ভয়ংকর!
💬 মন্তব্যে জানান—আপনার এলাকাতেও কি এমন ঘটনা ঘটেছে?
#সতর্কতা #শয়তানের_নিঃশ্বাস #স্কোপোলামিন #নোয়াখালী #সচেতনতা #বিজনেসটুডে২৪