Home জাতীয় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ: বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ: বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আজ ৩০ মে, শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সৈনিকের হাতে নিহত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৪৫ বছর।

দিবসটি উপলক্ষে বিএনপি দেশব্যাপী ৮ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিগত ১৫-১৬ বছর নানা রাজনৈতিক প্রতিবন্ধকতার মধ্যেও দলটি এই দিনটিকে স্মরণ করে আসছে। এবার  বিএনপি শান্তিপূর্ণভাবে দিনটি পালনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হয়েছে।

বগুড়ার গাবতলীতে জন্ম নেওয়া জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে একাধিক যুদ্ধে কৃতিত্বের সাক্ষর রাখেন। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতীয় ইতিহাসে এক অনন্য ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে এক সেক্টরের কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়ে তিনি বীরউত্তম খেতাব অর্জন করেন।

পঁচাত্তরের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসেন। এরপর মাত্র ছয় বছর রাষ্ট্র পরিচালনার মধ্যেই তিনি দেশে শৃঙ্খলা, উন্নয়ন ও জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর শাসনামলে গণতন্ত্র, পেশাদারিত্ব ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি রাজনীতিকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেন এবং দলমত নির্বিশেষে দেশপ্রেমকে অগ্রাধিকার দেন।

দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো আলোচনা সভা, দোয়া মাহফিল, চাল-ডাল ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত ২৬ মে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং মসজিদে মসজিদে গণদোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এক বিবৃতি দিয়েছেন।

এছাড়া ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড, পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, গণদোয়া এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ চলছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং শহীদ জিয়াকে নিয়ে পোস্টার বিতরণও করা হয়েছে।

👉 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে আপনি কীভাবে স্মরণ করছেন? আপনার মতামত ও স্মৃতিচারণ শেয়ার করুন কমেন্টে।
👉 আরও খবর ও বিশ্লেষণ পেতে নিয়মিত ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম
👉 প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।