বিনোদন ডেস্ক:
এই ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে থাকছে সিনেমার বৈচিত্র্যময় উৎসব। মোট ছয়টি নতুন সিনেমা মুক্তি পাচ্ছে এবারে, যার মধ্যে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি শীর্ষস্থান দখল করে নিয়েছে মুক্তির সংখ্যা অনুযায়ী। ঈদ উপলক্ষে বিভিন্ন ধারার এই সিনেমাগুলো দর্শকদের কাছে বাড়তি আগ্রহের কারণ হয়ে উঠেছে।
সর্বোচ্চ হলে ‘তাণ্ডব’
শাকিব খান মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল—এই ধারণাকে আবারও সত্য করে তুলেছে ‘তাণ্ডব’। আলফা আই প্রযোজিত এবং রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দেশের মোট ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি এবারের ঈদে সবচেয়ে বেশি হলে মুক্তিপ্রাপ্ত সিনেমা।
‘তাণ্ডব’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে সাবিলা নূরের। এতে ক্যামিও চরিত্রে আছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। আরও আছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।
‘ইনসাফ’-এ মোশাররফ করিম ও রাজ
সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাটি মুক্তি পেয়েছে ১৬টি হলে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। অ্যাকশনধর্মী এই সিনেমা মুক্তির আগেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। সঞ্জয় সমাদ্দার বলেছিলেন, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি এক জীবনবোধ’। তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
‘নীলচক্র : ব্লু গ্যাং’–এ শুভর রহস্যময় উপস্থিতি
দীর্ঘদিন পর ঈদে পর্দায় ফিরেছেন আরিফিন শুভ। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র : ব্লু গ্যাং’ সিনেমায় শুভর বিপরীতে আছেন মন্দিরা চক্রবর্তী। গোপন ভিডিও ফাঁস ও রহস্যময় এক অপরাধজগত নিয়ে নির্মিত এই থ্রিলার সিনেমাটি মুক্তি পেয়েছে ছয়টি হলে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।
‘উৎসব’–এ তারকাবহুল পুনর্মিলনী
পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ‘উৎসব’ সিনেমাটি মুক্তি পেয়েছে সাতটি হলে। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম ও ইন্তেখাব দিনার। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রচারণায় ব্যবহার করা হয়েছে—‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—এই ট্যাগলাইন।
‘এশা মার্ডার: কর্মফল’ অবশেষে মুক্তি পাচ্ছে
বহুল আলোচিত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ এবার মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। ছবিটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দর্শকের সামনে আসছে এটি। অভিনয়ে রয়েছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।
‘টগর’–এ আদর-চেরি জুটি
আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমা মুক্তি পেয়েছে সাতটি হলে। এতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরি। প্রচারণায় সিনেমার গান ও টিজার ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
এই ছয়টি সিনেমার মধ্যে রয়েছে তারকাবহুল কাস্ট, নানা ঘরানার গল্প এবং বৈচিত্র্যময় নির্মাণশৈলী। ঈদের ছুটিতে দর্শকরা পছন্দমতো সিনেমা বেছে নিয়ে উপভোগ করতে পারবেন এই বর্ণাঢ্য উৎসব।