Home বিনোদন গাড়ি সংস্থার বিজ্ঞাপনের জেরে আইনি জটে শাহরুখ-দীপিকা

গাড়ি সংস্থার বিজ্ঞাপনের জেরে আইনি জটে শাহরুখ-দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এবার পড়লেন আইনি জটিলতায়। রাজস্থানের ভরতপুরে তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। শুধু তাই নয়, একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও ছয়জন কর্মকর্তার নামও রয়েছে একই মামলায়।

অভিযোগের সূত্রপাত

ভরতপুরের আইনজীবী কীর্তি সিং ২০২২ সালে সেই সংস্থার একটি গাড়ি কিনেছিলেন। তিনি অগ্রিম দেন ৫১ হাজার টাকা, বাকিটা ঋণ নিয়ে শোধ করেন। অভিযোগ অনুযায়ী, গাড়ি কেনার পর থেকেই তাতে একের পর এক যান্ত্রিক সমস্যা দেখা দিতে থাকে। বিশেষ করে অ্যাকসেলেটরে গুরুতর ত্রুটি দেখা দেয়, যা যে কোনও সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারত বলে দাবি করেছেন তিনি।

কীর্তি সিং জানান, বারবার সংস্থার দপ্তরে অভিযোগ জানালেও কোনও সমাধান হয়নি। অবশেষে তিনি বিরক্ত হয়ে সংস্থার কর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

কেন জড়ালেন শাহরুখ ও দীপিকা?

এখানেই শুরু বিতর্ক। মামলায় শুধু সংস্থার কর্মকর্তাই নয়, ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে গাড়িটির প্রচার করা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামও জুড়ে দেন আইনজীবী। তাঁর বক্তব্য, তারকারা বিজ্ঞাপন করে সাধারণ মানুষকে পণ্য কিনতে উদ্বুদ্ধ করেন। তাই গাড়ির ত্রুটি ও সম্ভাব্য ক্ষতির দায় এড়াতে পারেন না তাঁরা।

তদন্তে নেমেছে পুলিশ

ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযোগকারীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এখনও শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

ভক্তদের প্রতিক্রিয়া

খবরটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। ভক্তদের একাংশের দাবি—শুধু বিজ্ঞাপনের জন্য তারকাদের দায়ী করা যায় না। অন্যদিকে, অনেকে বলছেন—প্রচারে মুখ হয়ে ওঠা তারকাদেরও পণ্যের মান নিয়ে দায়িত্বশীল হওয়া উচিত।